বিলাইছড়িতে সেনামদদপুষ্ট সন্ত্রাসীদের কর্তৃক চাঁদা না দিলে গ্রামবাসীদের অপহরণের হুমকি

0
917

হিল ভয়েস, ২৫ জানুয়ারি ২০২১, রাঙ্গামাটি: সেনামদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা রাঙ্গামাটি জেলাধীন বিলাইছড়ি উপজেলার তিন ইউনিয়নের বিভিন্ন গ্রামের গ্রামবাসীদের কাছে চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা দিতে ব্যর্থ হলে সন্ত্রাসীরা গ্রামবাসীদের অপহরণ করবে বলেও হুমকি দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা ইতোমধ্যে বিলাইছড়ি সদর, কেংড়াছড়ি ও ফারুয়া, এই তিন ইউনিয়নের বিভিন্ন গ্রামের কার্বারীদের কয়েক দফায় মোবাইল ফোনে কল দিয়ে চাঁদা দাবি করে। পরিবার প্রতি ২০০ টাকা হতে ৩০০ টাকা হারে চাঁদা দিতে হবে জানায় সন্ত্রাসীরা।

গত ২০ জানুয়ারি ২০২১ সন্ত্রাসীরা গ্রামের কার্বারীদের ফোন করে হুমকি দিয়ে বলে যে, দাবিকৃত চাঁদা তুলে তাদের কাছে জমা না দিলে সেনাবাহিনীসহ গিয়ে গ্রামবাসীদের অপহরণ করা হবে।

এদিকে সন্ত্রাসীদের কর্তৃক এই চাঁদা দাবি ও হুমকির ফলে কার্বারী ও গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে বলে জানা গেছে।