বিলাইছড়িতে বম পার্টি সন্ত্রাসীদের কর্তৃক ফোনে গ্রামবাসীদের কাছে চাঁদা দাবি ও হুমকি

0
278
ছবি : কেএনএফের অস্ত্রধারী সন্ত্রাসী

হিল ভয়েস, ৯ জুলাই ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি সদর ইউনিয়নের ৫নং বহলতলি এলাকার ওড়াছড়ি ত্রিপুরা গ্রামবাসীদের ফোন করে বম পার্টি খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সন্ত্রাসীরা চাঁদা দাবি করেছে এবং সময়মত না দিলে খবর আছে বলে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ৮ জুলাই ২০২৩ রাত আনুমানিক ৮:৪৫ টার দিকে ওড়াছড়ি ত্রিপুরা গ্রামের কার্বারিকে ফোন করে এই চাঁদা দাবি ও হুমকি প্রদান করা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জনৈক এক ব্যক্তি নিজেকে বম পার্টি তথা কেএনএফ এর লোক পরিচয় দিয়ে ওড়াছড়ি ত্রিপুরা গ্রামের কার্বারিকে মোবাইল ফোনে ওড়াছড়ি গ্রামের পাশে তাদের অবস্থান রয়েছে এবং আগামীকাল (অর্থাৎ আজ) সকালের মধ্যে ১৫ হাজার টাকা তাদেরকে প্রদান করতে হবে বলে জানায়। না দিলে অসুবিধা হবে বলেও হুমকি দেয় সেই লোকটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসীর মাধ্যমে প্রাপ্ত মোবাইল ফোনে বম পার্টির ওই ব্যক্তির সাথে কথোপকথনের অডিও রেকর্ড থেকেও উপরোক্ত তথ্যের সত্যতা পাওয়া গেছে।

অডিও রেকর্ড থেকে জানা যায় যে, বম পার্টির ওই ব্যক্তি কার্বারিকে ফোন করে প্রথমে কেমন আছেন তা জানতে চান। কার্বারি ‘ভালো আছি’ জবাব দিয়ে, ওই ব্যক্তিকে ‘আপনি কে?’ বলে জিজ্ঞেস করেন। এমন পাল্টা প্রশ্নে বিরক্তি প্রকাশ করে বম পার্টির ওই ব্যক্তি ধমকের সুরে কার্বারিকে বলেন, ‘আমাকে চেন না? আচ্ছা। আমরা হচ্ছি কুকি-চিন। কুকি-চিন বলে শুনেছ?’

গ্রামের কার্বারি ‘চিনি না’ বলে উত্তর দিলে, বম পার্টির ওই ব্যক্তি আরো বলেন, ‘কুকি-চিন-কেএনএফ-বম পার্টি। চিন? এটার নাম শুনেছ?’ ওই ব্যক্তি আরও বলেন, ‘আমি তো আপনাকে চিনি। আমরা আপনাদের পাশে অবস্থান করছি। আমি কুকি-চিন লোক থেকে বলতেছি, আমাদেরকে ১৫ হাজার টাকা (নাকি ১৫ লাখ, স্পষ্ট নয়) দিতে হবে কালকে সকালে ১০ টার মধ্যে। না দিলে খবর আছে। আপনারা নাকি জেএসএস এর সাথে হাত মিলিয়েছেন।’

জানা গেছে, ওড়াছড়ি ত্রিপুরা গ্রামে মাত্র ৫টি ত্রিপুরা পরিবার রয়েছে। ঘটনার পর তারা উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় মুরুব্বিদেরকে ঘটনার বিষয়ে অবহিত করেছেন।

বম পার্টি তথা কেএনএফের এই চাঁদা দাবি ও হুমকির ঘটনাটি প্রচারিত হলে ওরাছড়ি ত্রিপুরা পাড়াসহ দীঘলছড়ি গ্রামবাসীদের মধ্যেও ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে আজকের সর্বশেষ খবর আর জানা যায়নি।