বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক নিরীহ ১৪ জন গ্রামবাসীকে নির্যাতন

0
542

হিল ভয়েস, ১ জানুয়ারী ২০২২, বান্দরবান: বান্দরবান জেলার অন্তর্গত ১নং রাজভিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের থংজমা পাড়ায় সেনাবাহিনী, স্থানীয় আওয়ামীলীগ ও সেনামদদপুষ্ট অস্ত্রধারী সন্ত্রাসী ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্তৃক ৩ জন মহিলাসহ ১৪ নিরীহ জুম্ম গ্রামবাসীদেরকে সেনাক্যাম্পে বেঁধে নিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতনের শিকার ব্যাক্তিরা হলেন- ১. উচিংহ্লা মারমা ( ২৬), পিতা- ক্যমং মারমা , ২. পুশৈথোয়াই মারমা (২৬), পিতা-সানুঅং মারমা, ৩. অংসুইউ মারমা (৪৫), পিতা- অংক্যজাই মারমা, ৪. উসাইমং মারমা (২৭), পিতা- মংসুইপ্রু মারমা ৫. রেদামং মারমা (৩৮), পিতা- মংসাহ্লা মারমা, ৬. ক্যসুইচিং মারমা (৩৫), পিতা-মৃত- সুইথোয়াই প্রু, ৭. সাইম্রানু মারমা (২৬), স্বামী- রেথোয়াই মারমা, ৮. মাসাইনু মারমা (৩৫), স্বামী- বাদোমং মারমা, ৯. মেসাইউ মারমা, স্বামী- থুইসাচিং মারমা ১০.সুইসাচিং মারমা, পিতা মৃতঃ অংসাপ্রু মারমা, ১১. লুসাইমং মারমা (২৫),পিতা- মেদু মারমা, ১২. চিংহ্লাপ্রু মারমা (৪৫), পিতা- অজ্ঞাত, ১৩. থুইশেপ্রু মারমা (৪০), পিতা- উথোয়াই মারমা, ১৪. মংশৈথুই মারমা (৩৭), পিতা- থুইহ্লা মারমা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর ২০২১ (মঙ্গলবার রাত ৭:৪৫ টার সময় বান্দরাবান সদর সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. মইনুল হক (পিএসসি) অধীনে চেমী ডুলু পাড়া সেনা ক্যাম্পে দায়িত্বরত জনৈক ক্যাপ্টেনের নেতৃত্বে ৪০ জন সেনাসদস্য ও স্থানীয় আওয়ামীলীগ এবং বান্দরবানের বালাঘাটায় অবস্থানরত সেনা মদদপুষ্ট সন্ত্রাসী ইউপিডিএফ (গণতান্ত্রিক) কালাচোখ ওরফে অটল চাকমাসহ থংজমা পাড়ায় যৌথভাবে টহল অভিযানে যায়। এই সময় তারা পুরো গ্রাম ঘেরাও করে প্রতিটি বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের আসবাবপত্র ভেঙ্গে দেয়।

এরপর পাড়ার সকল পুরুষদেরকে হাত ও চোখ বেঁধে একটি ঘরে এনে সন্ত্রাসী কোথায় থাকে, সন্ত্রাসীদেরকে ভাত দিচ্ছো কেন, তোমাদের কাছে অবৈধ অস্ত্র গুলো বের করে দাও বলে ব্যাপকভাবে মারধর করে। আর মহিলাদেরকেও নানা ধরনের ভয়ভীতি ও হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করে মানসিকভাবে নির্যাতনের পর সকালের দিকে ২৯ ডিসেম্বর (বুধবার) সবাইকে ছেড়ে দিয়ে ক্যাম্পে ফিরে যায়।

পরদিন ৩০ ডিসেম্বর ২০২১ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার সময় সেনাদলটি পুনরায় একই পাড়ায় এসে একই ব্যাক্তিদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে গিয়ে ব্যাপকভাবে মারধর ও জিজ্ঞাসাবাদ করে রাত ১২টার সময় ১৩ জন পুরুষ ও মহিলাকে ছেড়ে দেয়। কিন্তু তালিকার ১৪ নম্বর মংশৈথুই মারমাকে আটক করে রাখে।

মংশৈথুই মারমাকে গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২:৪৫ ঘটিকার সময় জনৈক ইউপি সদস্যের জিম্মায় বান্দরবান সদর সেনা জোন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামীকাল রবিবার (২ জানুয়ারি ২০২২) ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে চেমী ডুলু পাড়া সেনা ক্যাম্পে হাজির হতে তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।