বাঘাইছড়িতে দুই মেম্বার প্রার্থী থেকে জোড়পূর্বক মনোনয়নপত্র কেড়ে নেয়ার অভিযোগ

0
464

হিল ভয়েস, ১২ জানুয়ারী ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে আগামী ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সেনামদদপুষ্ট সন্ত্রাসী ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্তৃক ৩৪নং রূপকারী ইউনিয়নের দুই মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র জোড়পূর্বক কেড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা হলেন- রূপকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বরণ বিকাশ চাকমা (৪৫), পিতা- চিত্র মোহন চাকমা, গ্রাম-মগবান ও ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থী যশোধরা চাকমা (৩৫), স্বামী- নকুল বিকাশ চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১১ জানুয়ারী ২০২২ (মঙ্গলবার) সকালে মেম্বার প্রার্থী বরুণ বিকাশ চাকমা ও যশোধরা চাকমা মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কর্মকর্তার অফিসে গেলে সেনামদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক)‘র একদল সন্ত্রাসী তাদের মনোনয়নপত্র কেড়ে নিয়ে যায়। তবে কী কারণে সন্ত্রাসীরা তাদের মনোনয়নপত্র কেড়ে নিয়েছে সে বিষয়ে কোন কিছুই জানেন না বলে জানিয়েছেন প্রার্থীরা।

প্রার্থীরা অভিযোগ করে বলেন, কাল সকাল থেকে নির্বাচন অফিসের আশে-পাশে অবস্থান নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসা প্রার্থীদের কাছ থেকে চাঁদা দাবিসহ নানা হয়রানি করেছে সন্ত্রাসীরা।