বাঘাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক জুম্মদের বাড়ি তল্লাসী ও তথ্য সংগ্রহ

0
331
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ৫ জুন ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতুলি ইউনিয়নে দুরছড়ি বাজার সেনা ক্যাম্পের সেনাবাহিনী কর্তৃক উত্তর খাগড়াছড়ি গ্রামে এসে জুম্মদের বাড়ি-ঘরে তল্লাসী চালানো এবং ব্যক্তিগত বিভিন্ন দলিল চাওয়া সহ তথ্য সংগ্রহ করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল (৪ জুন ২০২৩) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, মাইনি জোনের অধীন ৩ বীর এর আওতাধীন দুরছড়ি বাজার সেনা ক্যাম্পের ১৫ জনের একটি দল সন্ধ্যা ৭:৩০ টার দিকে একটি ট্রলার বোট যোগে সারোয়াতুলি ইউনিয়নের দক্ষিণ খাগড়াছড়ি নৌ-ঘাটে আসে। সেখান থেকে তারা উত্তর খাগড়াছড়ি গ্রামে গিয়ে জুম্মদের বাড়ি-ঘরে ব্যাপক তল্লাসী চালায়।

এসময় সেনা সদস্যরা বাড়ির ভিতরে ঢুকে জুম্মদের জাতীয় পরিচয় পত্র (এনআইড কার্ড), জন্ম সনদ পত্র সহ ব্যক্তিগত গুরুত্বপূর্ণ সব দলিল দেখাতে বলে। কয়েক জন নারী-পুরুষকে অকথ্য ভাষায় গালিগালাজও করে বলে অভিযোগ উঠেছে। প্রায় ২-৩ ঘন্টাব্যাপী তল্লাসী অভিযান চালিয়ে সেনা সদস্যরা জুম্মদের মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয় পত্রের নাম্বার নিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে একজন জনপ্রতিনিধি বলেন, আমরা এমন একটা পরিবেশের মধ্যে দিন যাপন করছি, চোখ থাকতে কানা, মুখ থাকতে বোবা, কান থাকতে কালা। একজন জনপ্রতিনিধি হয়েও জনগণের সাথে ঘটে যাওয়া এসব অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। কেউ প্রতিবাদ করলে তাকে সন্ত্রাসী তকমা দিয়ে মিথ্যা মামলা অথবা নানা হয়রানির শিকার হতে হয়।

ভুক্তভোগী ব্যাক্তিরা হলেন-

১। তনু চাকমা (৩৫) পিতা, ধন চাকমা ঠিকানা, উত্তর খাগড়াছড়ি; ২। চন্দ্র চাকমা (৫৫), পিতা-গগন চাকমা, ঠিকানা-ঐ; ৩। বিনোদ বিকাশ চাকমা (৪০), পিতা-পূর্ণ মোহন চাকমা, ঠিকানা-ঐ; ৪। কুনেন্টু চাকমা (৪২), পিতা-সমর চাকসা, ঠিকানা-ঐ; ৫। মিটন চাকমা (৩৫), পিতা-চন্দ্র চাকমা, ঠিকানা-ঐ; ৬। সত্যবান চাকমা (৩৬), পিতা-মঙ্গল চান চাকমা, ঠিকানা-ঐ; ৭। বৃষকেতু চাকমা (৫০), পিতা-মেক্যা চাকমা, ঠিকানা-ঐ; ৮। সুমন চাকমা (৪০), পিতা-চিত্তো চাকমা, ঠিকানা-ঐ; ৯। সুরেশ কুমার চাকমা (৩৫), পিতা-মঙ্গলধন চাকমা, ঠিকানা-ঐ; ১০। নোরাম চাকমা (৬০), পিতা-গিলেশিং চাকমা, ঠিকানা-ঐ; ১১। মৃগসোনা চাকমা (৪২), পিতা-মঙ্গলচান চাকমা, ঠিকানা-ঐ; ১২। জ্ঞানময় চাকমা (৪৫), পিতা-রঞ্জন চাকমা, ঠিকানা-ঐ; ১৩। সোনারাম কার্বারী (৫০), পিতা-মনোরঞ্জন চাকমা, ঠিকানা-ঐ; ১৪। মুতোরা চাকমা (৬০), পিতা-মনোরঞ্জন চাকমা, ঠিকানা-ঐ; ১৫। অঞ্জরায় চাকমা (৪০), পিতা-বিন্দুকুমার চাকমা, ঠিকানা-ঐ; ১৬। নন্দী গোপাল চাকমা (৫০), পিতা-স্নেহকুমার চাকমা, ঠিকানা-ঐ; ১৭। জ্যোতির্ময় চাকমা (৪৫), পিতা-স্নেহ কুমার চাকমা, ঠিকানা-ঐ; ১৮। নিরঞ্জয় চাকমা (৩৫), পিতা-লক্ষীধন চাকমা, ঠিকানা-ঐ; ১৯। রাদেকামনি চাকমা (৫০), পিতা-লক্ষীধন চাকমা, ঠিকানা-ঐ; ২০। উমজয় চাকমা (৩২), পিতা-সমর বিজয় চাকমা, ঠিকানা-ঐ; ২১। খুলোমনি চাকমা (৫২), পিতা-কান্দরা চাকমা, ঠিকানা-ঐ; ২২। গৌতম শিং চাকমা (৩৫), পিতা-কমলধন চাকমা, ঠিকানা-ঐ; ২৩। আমেরিকা চাকমা (৬২), পিতা-ঘৃতমনি চাকমা, ঠিকানা-ঐ।