বরকলের হরিণা এলাকায় বিজিবি কর্তৃক জোরপূর্বক সস্তায় জুম্মদের হলুদ কেনার অভিযোগ

0
334
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ৫ মার্চ ২০২৩, রাঙ্গামাটি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হরিণা এলাকায় জোরপূর্বক ও সস্তায় জুম্মদের কাছ থেকে শুকনো হলুদ ক্রয় করার অভিযোগ পাওয়া গেছে।

এমনকি বিজিবি কর্তৃক নির্ধারিত কম দামে বিজিবি ক্যাম্পে গিয়ে হলুদ না দিলে জুম্ম হলুদ বিক্রেতাদের বাজারে হলুদ বিক্রি করতে দেবে না বলেও বিজিবি সদস্যদের কর্তৃক হুমকি দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, পাহাড়ের এই সময়টা হচ্ছে হলুদ বিক্রির মৌসুম। অনেক পরিশ্রম করে তারা হলুদ ফলিয়ে সেই হলুদ সেদ্ধ করে রোদে শুকান। এরপর সেই হলুদ বিক্রি করে তারা পরিবারের নানা প্রয়োজন মেটান। কিন্তু সেই হলুদ এখন বিজিবি’র বিভিন্ন ক্যাম্পের সদস্যরা সস্তায় তাদের কাছে বিক্রি করতে বাধ্য করছেন। যা তাদের জন্য অত্যন্ত হতাশাজনক।

তারা আরো জানান, বর্তমানে প্রতিমণ শুকনো হলুদের বাজার দর ৪০০০ হতে ৪,৫০০ টাকা। কিন্তু বিজিবি সদস্যরা কিনে নিচ্ছে প্রতিমণ ৩০০০-৩৫০০ টাকায় এবং সেই হলুদ ক্যাম্পে বিনা পারিশ্রমিকে পৌঁছিয়ে দিতে হচ্ছে। জুম্মরা বিক্রি করতে না চাইলেও বিজিবি সদস্যরা জোর করে তাদের ইচ্ছেমত দামে কিনে নিচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, গত ২ মার্চ ২০২৩ বরকলের ভূষণছড়ার ১২ বিজিবি ছোট হরিণা জোনের জোন কম্যান্ডার মোঃ ফেরদৌস (৫০) ও ভূষণছড়া বিজিবি ক্যাম্পের বিআইপি মোঃ জাহাঙ্গীর এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য ভূষণছড়া এলাকার জুম্ম হলুদ চাষী ও ব্যবসায়ী ডেকে কথা বলেন। এসময় বিজিবি কম্যান্ডার তাদের ক্যাম্পে ১৫ মণ শুকনো হলুদ পৌঁছিয়ে দিতে জুম্ম হলুদ চাষী ও ব্যবসায়ীদের নির্দেশ দেন এবং হলুদ না দিলে অসুবিধা হবে বলেও উল্লেখ করেন।

অপরদিকে একই দিন বড় হরিণা বিজিবি ক্যাম্পের দায়িত্বরত বিআইপি মোঃ জিয়া (৩৮) ভালুক্যাছড়ি এলাকায় টহল অভিযানে গিয়ে জুম্মদের কাছ থেকে ১৫ মণ শুকনো হলুদ সংগ্রহ করে তাদের দিয়েই সেই হলুদ ক্যাম্পে নিয়ে আসেন। এরপর বিজিবির সদস্যরা মণপ্রতি ৩৫০০ টাকা দিলে জুম্ম হলুদচাষীরা তা নিতে না চাইলে, বিজিবি সদস্যরা জোর করে সেই টাকা নিতে বাধ্য করেন।

এসময় বিজিবি সদস্যরা বলেন, এটা সিও সাহেবের হুকুম। শুকনো হলুদ না দিলে হলুদগুলো বড় হরিণা ক্যাম্পে তুলে রেখে দেওয়া হবে বলে বিজিবি সদস্যরা হুমকি প্রদান করেন।

অপরদিকে, ১২ বিজিবি ছোট হরিণা জোনের অধীন গুইছড়ি ক্যাম্পের বিজিবি কর্তৃপক্ষও সংশ্লিষ্ট এলাকাবাসীকে ক্যাম্পে গিয়ে হলুদ দিয়ে আসার নির্দেশ প্রদান করেছে বলে জানা গেছে। ক্যাম্পে হলুদ না দিলে হরিণা বাজারে কাউকে হলুদ বিক্রি করতে দেবে না বলেও হুমকি প্রদান করেন গুইছড়ি ক্যাম্পের বিজিবি সদস্যরা।

এছাড়াও, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ বিজিবির ছোট হরিণা জোন কর্তৃক তাগলকছড়া, ভালুক্যেছড়ি, হুগিছড়া ইত্যাদি এলাকার সাধারণ জুম্মদের কাছ থেকে কমদামে জোরপূর্বক হলুদ ক্রয় করার অভিযোগ পাওয়া যায়।