প্রত্যাশার ভাবনা

0
1042

অমর সিন্দু চাকমা

পঙ্গপাল দ্বারা খাদ্যশস্যের ধ্বংসলীলা আমি দেখিনি;

তবে,

রাষ্ট্রযন্ত্র ও সেটেলারের সম্মিলিত বর্বরতা আমি দেখেছি।

সৎ মায়ের রূঢ়তা ও নির্দয়তা আমি দেখিনি;

তবে,

আপন দেশের পক্ষপাতদুষ্টতা আমি দেখেছি!

তাইতো তার চোখে মোরা আজো দ্বিতীয় শ্রেণির নাগরিক।

সভ্য আমেরিকান শ্বেতাঙ্গ দ্বারা রেড ইন্দিয়ানদের লুন্ঠন, গণহত্যা ও প্রান্তিকীকরণ আমি দেখিনি;

তবে,

পার্বত্য চট্টগ্রামের আদিবাসী মানুষের উপর স্বদেশের মুসলমান দ্বারা জাতিগত নিধনের সমস্ত আয়োজন আমি দেখেছি।

মীর জাফরের বিশ্বাসঘাতকতায় ভারতীয় জাতীয় জীবনে সূর্যাস্ত আমি দেখিনি;

তবে,

‘৮৩, ৯৭ ও ২০০৭’-এর বিশ্বাসঘাতকতা আমি দেখেছি!

যাদের মেকি বিপ্লবী থিওরিতে জুম্মজাতি অন্ধকারে আজো নিপতিত।

পার্বত্য চট্টগ্রামে বাঁধ থেকে বিদ্যুৎ হয়;

যে আলোতে শহরকে নক্ষত্র মনে হয়।

তবে,

বাঁধের স্থলে ভূমিপুত্ররা অমাবস্যায় রয়ে যায়!

এখানে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরো হয় কত উন্নয়ন!

তথাপি,

আদিবাসী মানুষ বারংবার উপেক্ষিত ও বঞ্চনায় রয়!

চীনের থাই পাহাড় আমি দেখিনি;

তবে,

সংখ্যালঘুদের প্রতি শাসকের শাসন-শোষণ অগণিত দেখেছি!

পরাধীনতার বেদনা তার চেয়েও ভারীই মনে হয়।

জুম্ম জাতির অন্তিম পথযাত্রায় এই মোর প্রার্থনা;

হিল চাদিগাঙে এমএন লারমা‘র পুনর্জন্ম যেন হয়।