পানছড়িতে বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় উল্টো বিজিবির মামলা

0
272

হিল ভয়েস, ২৬ সেপ্টেম্বর ২০২৩, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পুজগাঙ এলাকায় বিজিবি কর্তৃক টাকা ‍ছিনতাইয়ের সময় বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় বিজিবি কর্তৃক ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০০/৬০০ জনকে আসামি করে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করার অভিযোগ পাওয়া যায়।

গতকাল (২৫ সেপ্টেম্বর ২০২৩) সোমবার সকালে লোগাং বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো: মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন । মামলার ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/৩৭৯ পেনাল কোড। বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ।

উল্লেখ্য, গত রবিবার (২৪ সেপ্টেম্বর ২০২৩) লোগাং বিজিবি ক্যাম্পের চেকপোস্টে তল্লাশিকালে এক ব্যবসায়ীর ঋণ পরিশোধের জন্য পাঠানো ১২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এ খবর জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত টাকা ফেরত ও আটক ব্যক্তিদের ছেড়ে দেয়ার দাবি জানায় । কিন্তু বিজিবি সদস্যরা ওই টাকা আর ব্যক্তিকে ছেড়ে না দিয়ে পানছড়ি থানায় সোপর্দ করার চেষ্টা করে।

কিন্তু বিজিবি সদস্যরা ওই ব্যক্তি ও টাকা ফিরিয়ে না দিয়ে পানছড়ি থানায় নিয়ে যেতে চাইলে এলাকাবাসী পূজগাং ব্রিজে বিজিবির গাড়ি অবরোধ করে। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে বিজিবি ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে বিজিবি সদস্যরা উত্তেজিত হয়ে এলাকাবাসীকে লক্ষ্য করে ১৩ রাউন্ড গুলি ছুড়লে মিকেল চাকমা (২৪), পীং- লক্ষ্মী চাকমা, গ্রাম- বাবুরো পাড়া, ইউ- লোগাং পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

এছাড়া একইদিনে পানছড়ির পুজগাঙ ইউনিয়নের দুর্গামনি পাড়ার অমিয় চাকমা ছেলে পুর্ণ রতন চাকমা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করার খবর পাওয়া যায়।