নান্যাচরের বগাছড়ি পুলিশ ক্যাম্পের সদস্যদের প্রকাশ্য চাঁদাবাজি

0
2240
ছবি: প্রতীকী

হিল ভয়েস, আগস্ট ২০২০, রাঙ্গামাটি: নানিয়াচরের বগাছড়ি পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্য কর্তৃক জুম্মদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার ৭ আগস্ট ২০২০ শুক্রবার সকাল ১১:০০ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১:০০ টায় এক মাহিন্দ্র গাড়ি চালক এবং তার দুই ছোট ভাই মিলে মাহিন্দ্র গাড়ি নিয়ে চারা আনতে নান্যাচরের দিকে যাচ্ছিলেন। যেতে যেতে সেনাবাহিনীর কয়েকটি চেকপোস্ট পেরিয়ে বগাছড়ি পুলিশ ক্যাম্পে পৌঁছালে ক্যাম্পের এক পুলিশ সদস্য গাড়ি থামাতে বলেন।

তারপর ডিউটিতে থাকা পুলিশ সদস্যটি গাড়িতে কার কার মাস্ক নাই মর্মে জিজ্ঞেস করেন। বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসার সময় একজন মাস্ক আনতে ভুলে গেছেন বলে গাড়ির ভিতর উত্তর দেয়া হয়। পুলিশ সদস্যটি জানান, মাস্ক ছাড়া যারা আসবেন ওসি সাহেবের নির্দেশ অনুযায়ী তাকে থানায় আটকে রাখা হবে। গতকাল তিনজনকে চালান দিয়েছি বলে তিনি ভয় দেখান।

তারপর গাড়িতে থাকা লোকজন পুলিশ সদস্যকে তার মুখে কেন মাস্ক নাই জিজ্ঞেস করলে তিনি নিরুত্তর ছিলেন। তাতে কাজ না হলে পুলিশ সদস্যটি খাগড়াছড়ির গাড়ি নান্যাচরে যেতে পারবে না বলে জানান। যেতে হলে টোকেন লাগবে বলে সাফ জানিয়ে দেন। ওসির নির্দেশ আছে যে, টোকেন ছাড়া যাওয়া যাবে না বলেও জানান।

এরপর ড্রাইভার নিজেই খাগড়াছড়ি নান্যাচর সড়কের নিয়মিত গাড়ি চালক হিসেবে পরিচয় দিয়ে গাড়ি চালক সমিতির সাথে ফোনে কথা বলতে দেন। চালক সমিতি লোকদের সাথে কথা বলার সময়ও পুলিশ সদস্য সাফ জানিয়ে দেন, টাকা লাগবে, টাকা না দিলে গাড়ি ছাড়া হবে না। পরে গাড়ী চালক সমিতির লোকজন ড্রাইভারকে টাকা দিতে অনুরোধ জানালে অবশেষে ৩০০ ঘুষ দিয়ে গাড়ি ছাড়িয়ে নিয়ে যেতে বাধ্য হয় উক্ত জুম্ম গাড়ি চালাক।

ঘটনার ভুক্তভোগী পুলিশ এহেন চাদাবাজির জন্য রাংগামাটির পুলিশ প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন।