দীঘিনালায় সেনাবাহিনীর নির্যাতনে এক জুম্মর মৃত্যু

0
639

হিল ভয়েস, ১৫ মার্চ ২০২২, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর অমানুষিক শারীরিক নির্যাতনে নবায়ন চাকমা ওরফে মিলন ওরফে সৌরভ (৪৭) নামে এক জুম্ম নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ ১৫ মার্চ ২০২২ ভোর সকালের দিকে এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর ৩:০০ টার দিকে দীঘিনালা সেনা জোনের একদল সেনা সদস্য দীঘিনালা উপজেলার দীঘিনালার ইউনিয়নের বাগানপাড়া এলাকার মনিভদ্র কার্বারি পাড়া গ্রামে টহল অভিযানে যায়। এসময় সেনা সদস্যরা ওই গ্রামের বাসিন্দা শান্তি রঞ্জন চাকমা(৪৮) এর বাড়িটি ঘেরাও করে বাড়িতে ব্যাপক তল্লাসী চালায়।

এসময় সেনা সদস্যরা ওই বাড়িতে চিকিৎসার কারণে অবস্থানরত নবায়ন চাকমা ওরফে মিলন ওরফে সৌরভকে পেয়ে ব্যাপক মারধর শুরু করে। অমানুষিক মারধরের এক পর্যায়ে নবায়ন চাকমা ব্যাপকভাবে জখম হলে, সেনা সদস্যরা তাকে দীঘিনালা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সকালের দিকে নবায়ন চাকমার মৃত্যু ঘটে।

বাড়িতে তল্লাসীর সময় সেনা সদস্যরা বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয় এবং বাড়িতে থাকা নগদ ৪০ হাজার ৪৬০ টাকাও লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়।

এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর পক্ষ থেকে নবায়ন চাকমা ওরফে মিলন ওরফে সৌরভ (৪৭) তাদের দলের একজন সংগঠক বলে দাবি করা হয়েছে বলে জানা গেছে।