ঢাকায় চুক্তি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে গণসঙ্গীত, ছাত্র-যুব সমাবেশ আগামীকাল

0
279

হিল ভয়েস, ২৪ জুলাই ২০২৩, ঢাকা: আগামীকাল (২৫ জুলাই ২০২৩) ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনে শামিল বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনসমূহের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত ও যথাযথ বাস্তবায়নের দাবিসহ ৫ দফা দাবিতে গণসঙ্গীত, ছাত্র-যুব সংহতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনে শামিল ছাত্র ও যুব সংগঠনসমূহ’ এর ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, আগামীকাল বিকাল ৩ টায় ঢাকার শাহবাগ এলাকার প্রজন্ম চত্বরে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সম্মিলিত বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন’ শ্লোগান নিয়ে গণসঙ্গীত ও ছাত্র-যুব সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিলও বের করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে দলে দলে যোগাদান করার আহ্বান জানানো হয়েছে।

সরকারের নিকট যে ৫ দফা দাবিতে এই কর্মসূচি সেগুলি নিম্নরূপ:

  •  পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সময়সূচি ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে চুক্তির দ্রুত ও যথাযথ বাস্তবায়ন করতে হবে।
  •  পাহাড়ে সামরিক কর্তৃত্ব ও পরোক্ষ সামরিক শাসনের স্থায়ী অবসান করতে হবে।
  •  আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদকে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক করা এবং স্থানীয় শাসন নিশ্চিত করতে পার্বত্য চুক্তি মোতাবেক এসব পরিষদের যথাযথ ক্ষমতায়ন করতে হবে।
  •  পার্বত্য ভূমি সমস্যার স্থায়ী সমাধানের জন্য পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে কার্যকরের মাধ্যমে অভ্যন্তরীণ উদ্বাস্তু ও ভারত প্রত্যাগত জুম্ম শারণার্থীদের পুনর্বাসন করে তাঁদের ভূমি অধিকার নিশ্চিত করতে হবে।
  •  দেশের মূল শ্রোতধারার অর্থনৈতিক অগ্রগতি ও স্থায়ীত্বশীল উন্নয়নে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।