জুরাছড়িতে সেনাবাহিনী কর্তৃক যুব সমিতির এক সদস্যের বাড়ি ঘেরাও

0
1091
ফাইল ছবি

হিল ভয়েস, ২১ এপ্রিল ২০২০, রাঙ্গামাটি: আজ ২১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮.৪০ ঘটিকার সময় জুরাছড়ির যক্ষ্মা বাজার আর্মি ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার আনোয়ার-এর নেতৃত্বে আনুমানিক ১০/১২ জনের একদল সেনা জুরাছড়ির বনযোগীছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ধামাইপাড়ার অমরধন চাকমা পিতা মৃত হামেশ কুমার চাকমা-এর বাড়ি ঘেরাও করে।

তবে কেউ না থাকায় সেনা সদস্যরা বাড়িতে প্রবেশ করতে পারেনি। জানা যায় যে, অমরধন চাকমা পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জুরাছড়ি থানা শাখার কৃষি বিষয়ক সম্পাদক।

আরো জানা যায়, আজ বিকালের দিকে রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের বাদলছড়ি গ্রামে এডভোকেট মৃণাল কান্তি চাকমার সেগুন বাগান এলাকায় রাজমনি পাড়া সেনা ক্যাম্প থেকে ৩০/৩৫ জনের একদল সেনা টহল চালিয়ে যাচ্ছে।

অপরদিকে গতকাল বুধবার (২০ এপ্রিল) নান্যাচরের খুল্যাং পাড়া থেকে সেনাবাহিনী কর্তৃক গ্রেফতারকৃত অনল চাকমাকে নান্যাচর থানায় সোপর্দ করে এবং বিকালে রাঙ্গামাটি জেলে প্রেরণ করা হয় বলে জানা যায়। তাকে চাঁদাবাজি মামলায় জড়িত করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর ২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ‘অপারেশন উত্তরণ’ নামক একপ্রকার সেনা শাসন জারি করে।
 
উক্ত ‘অপারেশন উত্তরণ’-এর বদৌলতে একদিকে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে অবাধে অভিযান চালিয়ে অবৈধ গ্রেফতার, মারধর, জেলে প্রেরণ, ঘরবাড়ি তল্লাসী, হয়রানি করে যাচ্ছে, অপরদিকে সাধারণ প্রশাসন, আইন-শৃঙ্খলা, উন্নয়ন, বিচারব্যবস্থা ইত্যাদি অবৈধভাবে নিয়ন্ত্রণ করে চলেছে।