গৌমতিতে একদল সেটেলার স্কুল ছাত্রের হামলায় গুরুতর আহত এক জুম্ম ছাত্র

0
286
ছবি: হামলার শিকার স্কুল ছাত্র

হিল ভয়েস, ৬ নভেম্বর ২০২২, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার গৌমতি ইউনিয়নে স্কুল পড়ুয়া একদল সেটেলার বাঙালি ছাত্র একই স্কুলের এক জুম্ম ছাত্রকে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ (৬ নভেম্বর) বিকালের দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ওই সেটেলার ছাত্রদের কর্তৃক এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার জুম্ম ছাত্রটির নাম সুমন বিকাশ ত্রিপুরা (১৫), পীং-যুদ্ধ কুমার ত্রিপুরা, গৌমতি ত্রিপুরা পাড়া, গৌমতি ইউনিয়ন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে গৌমতির বি কে উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্র সুমন বিকাশ ত্রিপুরার সাথে নিজেদের শ্রেণিকক্ষে একই শ্রেণিতে পড়ুয়া এক সেটেলার বাঙালি ছাত্রের মধ্যে অতর্কিতে হালকা ধাক্কাধাক্কি হয়। এনিয়ে দুজনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হলে, শিক্ষকরা দুই পক্ষকে ডেকে মীমাংসাও করে দেন।

কিন্তু বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে গৌমতি বাজার এলাকায় পৌঁছলে ধাক্কা লাগা ছেলেটিসহ একদল সেটেলার ছাত্র লাঠিসোটা, রড ও ইট নিয়ে সুমন বিকাশ ত্রিপুরার উপর হামলা চালায়। এসময় সুমন বিকাশ ত্রিপুরার মাথায় গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানের জখমের সৃষ্টি হয়। হামলার এক পর্যায়ে গৌমতি বাজারের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

জানা গেছে, হামলায় নবম শ্রেণিতে পড়ুয়া মোজাম্মেল, মুহিম, নাজিম, সাইফুল, বিল্লাল, বাঁধন ও তারেকের নেতৃত্বে প্রায় ১০-১৫ জন সেটেলার বাঙালি ছাত্র অংশগ্রহণ করে। হামলাকারীরা মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামুসল হকের আত্মীয় বলে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আগামী মঙ্গলবার (৮ নভেম্বর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেয়র শামসুল হকের নেতৃত্বে উদ্ভুত সমস্যা মিমাংসার জন্য সালিশ বসবে বলে জানা গেছে।