গাজায় অনতিবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান ঐক্য পরিষদের

0
358

হিল ভয়েস, ২১ অক্টোবর ২০২৩, বিশেষ প্রতিবেদন: আন্তর্জাতিক শান্তি ও সৌহার্দ্যরে বন্ধনকে অধিকতর দৃঢ় করার স্বার্থে গাজায় ইসরায়েলের পরিচালিত হামলা বন্ধে ও মানবিক বিপর্যয় রোধে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যে জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

গত ১৯ অক্টোবর দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদারের স্বাক্ষরিত এক বার্তায় এই আহ্বান জানানো হয়।

পরিষদের সভাপতিত্রয় সাবেক সাংসদ ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে ফিলিস্তিনি সংগঠন হামাস এর আকষ্মিকভাবে ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় যে সর্বনাশা যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল এতে ইতোমধ্যে মনুষ্যত্ব ও মানবিকতা বিপর্যস্ত হয়েছে।

এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশে ছড়িয়ে পড়লে তাতে গোটা বিশ্বের রাজনীতি, অর্থনীতি ও সমাজ জীবন ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে। এহেন পরিস্থিতি রোধে অনতিবিলম্বে সামগ্রিক যুদ্ধের অবসানে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ভূমিকা পালন বিশ্ব নেতৃবৃন্দের দায়িত্ব বলে আমরা মনে করি।