ক্ষতিপূরণ ছাড়াই কাপ্তাই-বিলাইছড়ি সড়ক নির্মাণ, ক্ষতির সম্মুখীন ৩৫টি জুম্ম পরিবার

0
280

হিল ভয়েস, ২৬ সেপ্টেম্বর ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার কাপ্তাই-রাজস্থলী-বিলাইছড়ি-জুরাছড়ি-বরকল (ঠেগামুখ) সংযোগ সড়কের অংশ হিসেবে কাপ্তাই উপজেলাধীন রাইখালীর কারিগর পাড়া হতে বিলাইছড়ি পর্যন্ত ৪০ কি:মি: সংযোগ সড়ক নির্মাণ কাজ চলছে, যার অংশ হিসেবে বর্তমানে বিলাইছড়ির সীমান্তবর্তী ৪নং কাপ্তাই ইউনিয়নের ৩নং ওয়াডের্র গাছকাবা ছড়াতে কাজ চলমান রয়েছে।

সরকারের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কর্তৃক ঠিকাদারের মাধ্যমে এই সংযোগ নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।

এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, ৪৩ ফুট প্রশস্ত এই সংযোগ সড়কটি নির্মাণের ফলে স্থানীয় জুম্মদের বিভিন্ন ধরনের বাগান-বাগিচা, হলুদ ক্ষেত ও ইউনিসেফ পাড়া কেন্দ্র সহ অন্তত ৩৫টি জুম্ম পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়বে।কিন্তু তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়নি।এ ব্যাপারে কন্ট্রাক্টর কামাল ও ইঞ্জিনিয়ারের সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিগণ আলোচনা করতে চাইলে তারা পরিষ্কারভাবে বলে দেন যে, তারা কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। এলাকাবাসী কাজে বাধা প্রদান করলে, তারা সেনাবাহিনী এনে কাজ চালিযে যাবেন বলেও হুমকিমূলক কথা বলেন।

ক্ষতির সম্মুখীন ৩৫টি পরিবারের আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে জানা গেছে।

উল্লেখ্য যে, সরকার সম্ভাব্য সকল ক্ষেত্রকে কাজে লাগিয়ে চারিদিকে ঘিরে ধরার মাধ্যমে জুম্ম জনগণকে জাতিগতভাবে নির্মূলীকরণের নীলনক্সা বাস্তবায়ন করে চলেছে। তারই অংশ হিসেবে উন্নয়ন ক্ষেত্রকে হাতিয়ার হিসেবে ব্যাবহার করে জুম্মদেরকে তাদের চিরায়ত জায়গা-জমি থেকে উচ্ছেদ, জীবন-জীবিকা বিপন্ন করা, অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে দেয়া, এলাকার জীব-বৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করার ষড়যন্ত্র বাস্তবায়ন করে চলেছে। এসব উন্নয়ন কার্যক্রমের মধ্যে অন্যতম হচ্ছে একতরফা রিজার্ভ ফরেষ্ট ঘোষণা, অস্থানীয়দের নিকট জুম্মদের প্রথাগত জুম ভূমি ও মৌজা ভূমি লিজ দেয়া, বিলাসবহুল পর্যটন কেন্দ্র স্থাপন, সীমান্ত সড়ক ও সংযোগ সড়ক নির্মাণ, নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন ও সম্প্রসারণ, পার্বত্য চট্টগ্রামে গ্যাস-তেল অনুসন্ধান ইত্যাদি অন্যতম।

সীমান্ত সড়কের সাথে সংযোগ স্থাপনের জন্য আরো রয়েছে অনেক সংযোগ সড়ক বা লিঙ্ক রোড। এসব সংযোগ সড়কের মধ্যে অন্যতম হচ্ছে কাপ্তাই-রাজস্থলী-বিলাইছড়ি-জুরাছড়ি-বরকল-ঠেগামুখ সংযোগ সড়ক। রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় নির্মাণাধীন ঠেগা স্থল বন্দরের সাথে চট্টগ্রাম সুমদ্র বন্দরের সংযোগের জন্য রাজস্থলী থেকে ঠেগামুখ পর্যন্ত ১৩০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে।

এই সংযোগ সড়কের ফলে গ্রামবাসীর সূত্রে প্রাপ্ত ক্ষতিগ্রস্তদের তালিকা ও আনুমানিক ক্ষতির পরিমাণ নিম্নোক্ত তুলে ধরা হল:

১. ইন্দ্র জিৎ চাকমা (৩৪), পীং-মৃত বুদ্ধ মুনি চাকমা, গ্রাম-বারুদগলা মোন পাড়া, ৪নং কাপ্তাই ইউনিয়ন, ৩নং ওয়ার্ড, উপজেলা কাপ্তাই, রাঙ্গামাটি। ক্ষয়ক্ষতি- কলা বাগান, হলুদ ও ঝাড়ু বাগান আনুমানিক ২,৫০,০০০ টাকা।

২. রনজিৎ চাকমা (৪৮), পীং-মৃত বুদ্ধ মুনি চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- কলা বাগান, ধান ক্ষেত, হলুদ ও সেগুন বাগান আনুমানিক ২,০০,০০০ টাকা।

৩. গুনদিয়া চাকমা (৫২), পীং- মৃত বুদ্ধ মুনি চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- বড়ই বাগান, কলা বাগান, সেগুন বাগান আনুমানিক ৩,০০০০০ টাকা।

৪. নির লাল চাকমা (৪৭), পীং- মৃত লক্ষী কুমার চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- সেগুন বাগান ও হলুদ ক্ষেত আনুমানিক ১,০০,০০০ টাকা।

৫. অঞ্জনা চাকমা (৩৪), স্বামী-গুলোবোচ চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- সেগুন বাগান ২,০০০০০ টাকা।

৬. নতুন চন্দ্র চাকমা (৭০),পীং-মৃত সিধ্যাবো চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- আম বাগান, নারিকেল বাগান, বাঁশ বাগান আনুমানিক ২,৫০,০০০ টাকা।

৭. দয়াল চাকমা (৪০), পীং- মৃত বুদ্ধ মুনি চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- নারিকেল গাছ, সুপারী বাগান, লিচু বাগান, আম বাগান ও ঘর ১টি আনুমানিক ৪,০০০০০ টাকা।

৮. মঙ্গল ধন চাকমা (৬৯), পীং- মৃত প্রেম রঞ্জন চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- হলুদ ক্ষেত, কলা বাগান, আম বাগান, তেতুল বাগান আনুমানিক ২,০০০০০ টাকা।

৯. চুই চা অং মার্মা (৫৫), পীং- মৃত অজ্ঞাত, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- কলা বাগান, সেগুন বাগান ও ঝাড়ু বাগান আনুমানিক ১,০০০০০ টাকা।

১০. কানংগ চাকমা (৬৪), পীং-মৃত অজ্ঞাত, ঠিকানা- ঐ। ক্ষয়ক্ষতি- সেগুন বাগান, হলুদ ক্ষেত আনুমানিক ১,৫০,০০০ টাকা।

১১. সমর জিৎ চাকমা (৪২), পীং- দয়াল কুমার চাকমা, ঠিকানা- ঐ। ক্ষয়ক্ষতি- কলা বাগান ও দোকান ঘর ১টি আনুমানিক ২,০০,০০০ টাকা।

১২.বন কুমার চাকমা (৪৪), পীং-মৃত রশিক মোহন চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- আম বাগান, সেগুন বাগান, কাঠাল বাগান ও ঘর ১টি আনুমানিক ৩,৫০,০০০ টাকা।

১৩. ইন্দ্রজিৎ চাকমা (৩১), পীং-দয়াল কুমার চাকমা, ঠিকানা- ঐ। ক্ষয়ক্ষতি- তেঁতুল বাগান, সেগুন গাছ ও হলুদ ক্ষেত আনুমানিক ২,৫০,০০০ টাকা।

১৪. চঞ্চল মুনি চাকমা (৭৫),পীং-মৃত কালিকুমার চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- বড়ই বাগান, কাঠাল গাছ, লিচু বাগান, আম বাগান, কলা বাগান আনুমানিক ৩,০০,০০০ টাকা।

১৫. দুলেয়্যা চাকমা (৪৩), পিতা-চঞ্চল মুনি চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- আম গাছ, কাঠাল গাছ, সেগুন বাগান ও ঘর ১টি, আনুমানিক ৩,৫০,০০০ টাকা।

১৬. সুমন চাকমা (২৮), পীং-অশোক কুমার চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- কলা বাগান ও ঘর ১টি আনুমানিক ২,৫০,০০০ টাকা।

১৭. অশোক কুমার চাকমা (৬০), পীং-চঞ্চল মুনি চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- সেগুন বাগান, কলা বাগান আনুমানিক ১,৫০,০০০ টাকা।

১৮. পুন্ডিক্যা চাকমা (৩০), পীং-রূপান্তর চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- হলুদ ক্ষেত আনুমানিক ১,০০০০০ টাকা।

১৯. নতুন মুনি তঞ্চঙ্গ্যা (৩৫), পীং-রূপা মুনি তঞ্চঙ্গ্যা, গ্রাম- গোলক ধন পাড়া, ৪নং কাপ্তাই ইউনিয়ন,৩নং ওয়ার্ড, উপজেলা-কাপ্তাই, রাঙ্গামাটি। ক্ষয়ক্ষতি- আম বাগান, লিচু বাগান, তেঁতুল বাগান, সেগুন বাগান, কলা বাগান ও হলুদ ক্ষেত আনুমানিক ৭,০০,০০০ টাকা।

২০. আলোড়ন তঞ্চঙ্গ্যা (২৬), পীং-রূপামুনি তঞ্চঙ্গ্যা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- সেগুন বাগান, আম বাগান, কলা বাগান ও হলুদ ক্ষেত আনুমানিক ২,৫০,০০০ টাকা।

২১. তপন তঞ্চঙ্গ্যা (৩০), পীং-রূপা মুনি তঞ্চঙ্গ্যা, ঠিকান-ঐ। ক্ষয়ক্ষতি- সেগুন বাগান, কলা বাগান ও হলুদ ক্ষেত আনুমানিক ২,৫০,০০০ টাকা।

২২. মরত্তোয়া চাকমা (৬৯), পীং- অজ্ঞাত, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- সেগুন বাগান, কলা বাগান, হলুদ ক্ষেত আনুমানিক ২,৭০,০০০ টাকা।

২৩. কান্দারা চাকমা (৪৫), পিতা-মরত্তোয়া চাকমা, ঠিকানা- ঐ। ক্ষয়ক্ষতি- সেগুন বাগান, আম বাগান ও ঝাড়– বাগান আনুমানিক ২,৫০,০০০ টাকা।

২৪. রূপা মুনি তঞ্চঙ্গ্যা (৫৮), পীং-মৃত হিরোত্যা তঞ্চঙ্গ্যা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- কলা বাগান, ঝাড়ু বাগান, সেগুন বাগা আনুমানিক ২,০০,০০০ টাকা।

২৫. জটিলেশ্বর চাকমা (৩৬), পীং-মৃত সতীশ্বর চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- কলা বাগান, সেগুন বাগান, আম বাগান, হলুদ ক্ষেত আনুমানিক ২,৫০,০০০ টাকা।

২৬. বাস ধ্বনি তঞ্চঙ্গ্যা (৬২), স্বামী-গোলক্ক তঞ্চঙ্গ্যা, ঠিকানা ঐ। ক্ষয়ক্ষতি- কলা বাগান, ঝাড়ু ও সেগুন বাগান আনুমানিক ২,০০,০০০ টাকা।

২৭. বলিক্কো চাকমা (৪৪), পীং-ভূবন চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- কলা বাগান, সেগুন বাগান, আম বাগান, তেঁতুল বাগান, বাঁশ বাগান, হলুদ ক্ষেত আনুমানিক ৪,০০,০০০ টাকা।

২৮. প্রিয় ময় চাকমা (৪৮), পিতা-ভূবন চাকমা, ঠিকানা- ঐ। ক্ষয়ক্ষতি- সেগুন বাগান, ঝাড়ু বাগান, কলা বাগান, গামার বাগান আনুমানিক ৩,০০,০০০ টাকা।

২৯. কান্দারা চাকমা (৪৫), পীং-মরত্তোয়া চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- ধান্য জমি ০.৪০ শতক আনুমানিক ২,০০,০০০ টাকা।

৩০. নতুন বিকাশ তঞ্চঙ্গ্যা (২৯), পিতা-গোলক্ক তঞ্চঙ্গ্যা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- কলা বাগান, ঝাড়ু বাগান, গামার ও সেগুন বাগান আনুমানিক ২,০০,০০০ টাকা।

৩১. অমর চাকমা (৩৪), পীং-শান্তি ময় চাকমা, ঠিকানা- ঐ। ক্ষয়ক্ষতি- কলা বাগান, সেগুন বাগান, হলুদ ক্ষেত আনুমানিক ৪,০০,০০০ টাকা।

৩২. রনবিকাশ চাকমা (৩৫), পীং-দয়াল চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- সেগুন বাগান, কলা বাগান, ঝাড়ু বাগান আনুমানিক ২,০০,০০০ টাকা।

৩৩. কাগজি কুমার তঞ্চঙ্গ্যা (৭৫), পীং-অজ্ঞাত, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- লেবু বাগান, লিচু বাগান, কাজু বাদাম বাগান আনুমানিক ৭০,০০০ টাকা।

৩৪. মিন্টু চাকমা (২৬), পীং-মৃত দয়াল চাকমা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি সেগুন বাগান, আম বাগান, কলা বাগান আনুমানিক ২,০০,০০০ টাকা।

৩৫. বুদ্ধি কুমার তঞ্চঙ্গ্যা (৩৪), পীং-মৃত নুনা অং তঞ্চঙ্গ্যা, ঠিকানা-ঐ। ক্ষয়ক্ষতি- সেগুন বাগান, ঝাড়ু বাগান ও কলা বাগান আনুমানিক ৫০,০০০ টাকা।

উল্লেখ্য, ২০১৬ খ্রিস্টাব্দের জুন মাসে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকাশিত এক রিপোর্টে রাজস্থলী-বিলাইছড়ি-জুরাছড়ি-বরকল-ঠেগামুখ সংযোগ সড়ক বাস্তবায়নের জন্য আনুমানিক ৬১১ একর ভূমির প্রয়োজন হবে বলে উল্লেখ করা হয়। সমীক্ষায় জানানো হয় যে, উক্ত রাজস্থলী-বিলাইছড়ি-জুরাছড়ি-বরকল-ঠেগামুখ সড়ক নির্মাণ করা হলে ১১৪ একর জমি অধিগ্রহণ করতে হবে, ৫৬৪ পরিবার প্রভাবিত/ক্ষতিগ্রস্ত হবে, ২৪১টি বাগান ক্ষতিগ্রস্ত হবে, ১৫৭ পরিবার ব্যবসায়িক কাঠামো হারাবে, ১০টি সাংস্কৃতিক অবকাঠামো (৩টি মসজিদ, ৩টি মন্দির ও ৪ টি স্কুল) ক্ষতিগ্রস্ত হবে এবং ৩২টি পুকুর ক্ষতিগ্রস্ত হবে বলে জানানো হয়।