কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক এক নিরীহ জুম্ম আটক ও নির্যাতনের শিকার

0
2484
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ৯ আগস্ট ২০২০, রাঙ্গামাটি: আজ (৯ আগস্ট ২০২০) সকালের দিকে রাঙ্গামাটি জেলাধীন কাপ্তাই উপজেলার রাইখালীতে সেনাবাহিনী রূপায়ন চাকমা (৪৫), পীং-বাইট্যা চাকমা নামে এক নিরীহ জুম্মকে ধরে নিয়ে আটক এবং আটকের পর নির্যাতন করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতনের শিকার রূপায়ন চাকমা পেশায় একজন জুমচাষী ও গ্রামের চায়ের দোকানদার এবং তার বাড়ি রাইখালী ইউনিয়নের তিনছড়ি জুমিয়া পুনর্বাসন গ্রামে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ১১:০০ টার দিকে ২৩ ই বেঙ্গল রেজিমেন্টের কাপ্তাই সেনা জোনের অধীন মিতিঙ্গ্যাছড়ি পাড়ায় স্থাপিত নতুন সেনা ক্যাম্পের কম্যান্ডার সেকেন্ড লেঃ মাহাবুব এর নেতৃত্বে সেনাবাহিনীর একদল সদস্য রূপায়ন চাকমাকে নিজ বাড়ি থেকে ক্যাম্পে ধরে নিয়ে যায়।

সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে সেনা সদস্যরা রূপায়ন চাকমাকে চোখ বেঁধে দিয়ে বেদম মারধর করে আহত করে। এই রিপোর্ট লেখার সময় রাত ৭টার দিকে রূপায়ন চাকমাকে আহত অবস্থায় তার পিতা বাইট্যা চাকমা ও গ্রামের কার্বারীর জিন্মায় সেনা ক্যাম্প থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

রূপায়ন চাকমা এলাকায় একজন নিরীহ মানুষ হিসেবে পরিচিত বলে জানা গেছে। কিন্ত কী অভিযোগে তাকে ধরে নিয়ে নির্যাতন ও আটক করা হল পরিবারের কেউ তা বলতে পারেনি।