কাপ্তাইয়ে সেনা ও মগপার্টি কর্তৃক একজন জুম্ম গার্মেন্ট শ্রমিককে অস্ত্র গুঁজে দিয়ে আটক

0
616
ছবি : গার্মেন্টস শ্রমিক আনুমং মারমা

হিল ভয়েস, ২২ ডিসেম্বর ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন থেকে সেনাবাহিনী ও মগপার্টির সদস্য কর্তৃক একজন জুম্ম গার্মেন্টস শ্রমিককে অস্ত্র গুঁজে দিয়ে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আটককৃত ব্যক্তির নাম আনুমং মারমা (৩৮)। তিনি কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জগনাছড়ি পাড়ার(পানছড়ি) চিংসামং মারমার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, গত সোমবার (১৯ ডিসেম্বর) ভোর রাত ৪:৩০ ঘটিকার সময় কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নের নারানগিরি মুখ পাড়া নামক স্থানে নতুন স্থাপিত সেনা ক্যাম্পে দায়িত্বরত সুবেদার মোঃ কুদ্দুস (৫৬ই বেঙ্গল রেজিমেন্টের) এর নেতৃত্বে ১৫ জন সেনাসদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও সেনা মদদপুষ্ট মগ পার্টির থার্ড-ইন-কমান্ড উথোয়াইচিং মারমা (সবুজ)নেতৃত্বে দুইজন সশস্ত্র সন্ত্রাসীসহ টহল অভিযান চালায়।

উক্ত অভিযানে সেনা ও মগ পার্টির সদস্যরা রাতের অন্ধকারে আনুমং মারমার বাড়ি ঘেরাও করে। বাড়ির ভিতরে প্রবেশ করে সেনা ও মগপার্টির সদস্যরা বাড়ির জিনিসপত্র তছনছ করে এবং আনুমং মারমার স্ত্রী ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপরআনুমং মারমাকে আটক করে ক্যাম্পে নিয়ে ব্যাপকভাবে মারধর করা হয় বলে জানা গেছে।

পরের দিন মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে একটি দেশীয় অস্ত্র গুঁজে দিয়ে সেনাবাহিনী চন্দ্রঘোনা থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমং মারমা এককালে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সক্রিয় সদস্য ছিলেন। বর্তমানে তিনি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। তিনি বছর খানেক ধরে চট্টগ্রাম শহরের পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্ত্রীর অসুস্থতার কারণে তিনি বাড়িতে এসেছিলেন। এ সময় তাকে সেনা ও মগপার্টির সদস্যরা আটক করে। তার নামে থানায় কোন মামলা ছিল না বলে জানা গেছে।