কাপ্তাইয়ে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উড়ানোতে বিজিবির বাধা

0
2031

হিল ভয়েস, ৩০ অক্টোবর ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর কুকিমারা গ্রামে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উড়ানোর সময় স্থানীয় বিজিবি কর্তৃক বাধা প্রদান করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ২৯ অক্টোবর রাত ৮:৩০ ঘটিকার সময় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা গ্রামের বৌদ্ধদের অন্যতম উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উড়ানোর সময় কুকিমারা বিজিবি ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার রাজ্জাকের অধীনে ৪ থেকে ৫ জন বিজিবি সদস্য বাধা প্রদান করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও কুকিমারা গ্রামের বৌদ্ধরা বিহারে ফানুস উত্তোলন অনুষ্ঠান আয়োজন করে। এই সময় হঠাৎ কোনো কথাবার্তা ছাড়াই রাত ৮.৩০ টার দিকে কুকিমারা বিজিবি ক্যাম্প হতে ক্যাম্প কমান্ডার রাজ্জাকের নেতৃত্বে ৪/৫ জন বিজিবি সদস্য এসে ফানুসগুলোর উপর লাঠি মারা শুরু করে। এতে এক পর্যায়ে গ্রামের অবস্থানরত যুবকরা এর প্রতিবাদ করতে এলে বিজিবির সদস্যদের সাথে তাদের বাক-বিতন্ডা হয়। বিজিবির সদস্যদের গ্রামবাসীর প্রতি এমন জঘন্য আচরণ করার কারণ জানতে চাওয়া হলে উত্তরে বিজিবি সদস্যরা তাদের বিজিবি ক্যাম্পে ফানুস বাতি পড়ার সম্ভাবনার অজুহাত দেখায়।

গ্রামবাসীরা বলেন, বিজিবি ক্যাম্পে যদি ফানুস বাতি পড়েই থাকে তাহলে গ্রামবাসীদের সাথে সেই বিষয়ে সুষ্ঠুভাবে কথা বলা উচিত ছিল। কিন্তু পবিত্র ফানুস বাতিতে বিজিবি সদস্য কর্তৃক লাঠি মারার মতো এহেন কাজ তারা আশা করেনি। এটা সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অবমাননা করার মত।

এক পর্যায়ে গ্রামের সকল সদস্যদের প্রতিবাদের মুখে আজ ৩০ অক্টোবর গ্রামের মুরব্বিদের সাথে বিজিবি সদস্যদের আলোচনা হবে বলে জানা গেছে।

উক্ত রিপোর্ট লেখা পর্যন্ত কুকিমারা গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।