কক্সবাজারে এক বৌদ্ধ পরিবারের ৪ জন খুন

0
627

হিল ভয়েস, ২৬ সেপ্টেম্বর ২০১৯, কক্সবাজারবাংলাদেশের কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলায় এক বয়স্ক নারী ও দুই শিশুসহ এক বৌদ্ধ পরিবারের ৪ সদস্য নৃশংসভাবে খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গত ২৬ সেপ্টেম্বর ২০১৯ ব্যাপকভাবে বৌদ্ধ অধ্যুষিত এক গ্রাম রত্নপালঙ-এ তাদের নিজ বাড়ি থেকে পরিবারটির চার সদস্যের মৃতদেহ উদ্ধার করে। জানা গেছে, বাড়ির মালিক লোকেন বড়ুয়া একজন কাতার প্রবাসী।

মৃত ব্যক্তিদের পরিচয় হল- লোকেন বড়ুয়ার মা সখি বড়ুয়া (৬২), লোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া (২৬), তার ছেলে অনিক বড়ুয়া (৬) এবং লোকেন বড়ুয়ার ভ্রাতুষ্পুত্র সনি বড়ুয়া (৫)।

জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর ২০১৯ সকাল প্রায় ৭:০০ টায় লোকেন বড়ুয়ার এক প্রতিবেশী দিপালী বড়ুয়া লোকেন বড়ুয়ার বাড়ির রেফ্রিজারেটরে রাখা তার মাছ আনতে লোকেন বড়ুয়ার বাড়িতে যান। লোকেন বড়ুয়ার বাড়িতে পৌঁছে দিপালী দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। এমনকি দরজায় কয়েকবার ঠোকা দেওয়ার পরেও তিনি বাড়ির ভেতর থেকে কোন সাড়া পাননি। এরপর তিনি বাড়ির এক জানালা দিয়ে তাকিয়ে দেখেন এবং সখি বড়ুয়ার গলাকাটা দেহ দেখতে পান। দিপালী তাৎক্ষণিকভাবে এব্যাপারে অন্যান্য প্রতিবেশীদের অবহিত করেন। প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশও ঘটনাস্থলে ছুটে যান এবং বাড়ির দুই কক্ষ থেকে মৃতদেহগুলো উদ্ধার করেন। তারপর মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
জেলা প্রশাসন ও পুলিশের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুস্কৃতকারীদের কাউকেই এখনও গ্রেফতার করা হয়নি।