ঐতিহাসিক পার্বত্য চুক্তির ২৬ বছর উপলক্ষে পেচারথলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
398

হিল ভয়েস, ৪ ডিসেম্বর ২০২৩, ত্রিপুরা : গত ২ ডিসেম্বর ২০২৩ ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার অন্তর্গত পেচাথল ছদক ক্লাবে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর উপলক্ষে শিশু ও কিশোর-কিশোরীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

ত্রিপুরা ভিত্তিক টিভি চ্যানেল “দি জুম্ম টাইমস”এর উদ্যোগে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর উপলক্ষে নানা জায়গায় নানা কর্মসূচী পালনের অংশ হিসেবে পেচারথলে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনছড়া চাগালা কার্বারী সজীব চাকমা ও দীনলক্ষ্মী চাকমা।

উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও কিশোর-কিশোরীরা হল-

“গ্রুপ এ”

১. জোস্না দেববর্মা, ২. এজং চাকমা, ৩. অঙ্কিত চাকমা।

“গ্রুপ বি”

১. ইরিশ চাকমা, ২. টুগুন চাকমা, ৩. ছারুশি চাকমা, ৪. জিতেন্দ্র চাকমা।

“গ্রুপ সি”

১. নিমামি চাকমা, ২. অনামিকা চাকমা, ৩. সুইটি চাকমা।

“গ্রুপ ডি”

১. মন্দিশা চাকমা, ২. রিবিটা চাকমা, ৩. তৃঞ্চা দেববর্মা।

“গ্রুপ ই”

১. ইশিতা চাকমা, ২. হেলি চাকমা, ৩. মৌসুমি চাকমা, ৪. কেলভিন চাকমা, ৫. শ্রেয়া চাকমা, ৬. জুয়েল চাকমা।

“গ্রুপ এফ”

১. রিজুম চাকমা, ২. সোহেলি আফ্রিদি, ৩. সুমতি লাল চাকমা, ৪. নজর চাকমা।

উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৬টি গ্রুপের মোট ২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে জয়যুক্ত প্রতিযোগিদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু সরকার চুক্তির অধিকাংশ ও মৌলিক বিষয়সমূহ বাস্তবায়ন করেনি। এমনকি সরকার চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী নানা কার্যক্রম ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে জনসংহতি সমিতির অভিযোগ রয়েছে।