আদিবাসী জনগণ বিশেষভাবে কোভিড-১৯ এর ঝুঁকিতে, হু’র হুশিয়ারি

0
1124

হিল ভয়েস, ২১ জুলাই ২০২০, ইন্টারন্যাশনাল ডেস্ক: 

জেনেভা, সুইজারল্যান্ড- গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে, প্রায়ই দরিদ্র জীবিকাবস্থার কারণে সারা বিশ্বের আদিবাসী সম্প্রদায়ের প্রায় অর্ধ মিলিয়ন (৫ লক্ষ) মানুষ বিশেষভাবে নতুন করোনাভাইরাস মহামারীর ক্ষতির সম্মুখীন।

হু’র মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেসুস (Tedros Adhanom Ghebreyesus) বলেছেন যে, ৬ জুলাই পর্যন্ত আমেরিকায় আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে ২ হাজারের অধিক মৃত্যুসহ ৭০ হাজারের বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে।

জেনেভায় জাতিসংঘ এজেন্সির সদর দপ্তর থেকে এক ভার্চুয়াল ব্রিফিং-এ তিনি বলেন, “আদিবাসীদের প্রায় ক্ষেত্রেই দারিদ্র্য, বেকারত্ব, অপুষ্টি এবং সংক্রামক ও অসংক্রামক উভয় রোগের উচ্চ বোঝা রয়েছে, যা তাদেরকে কোভিড-১৯ ও ইহার গুরুতর পরিণতির কাছে অধিকতর অরক্ষিত করে তুলছে।”

“হু আমেরিকায় যেটা বর্তমানে মহামারীর কেন্দ্রবিন্দু হয়ে আছে সেখানে আদিবাসীদের উপর ভাইরাসের অভিঘাত সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন।”

টেড্রোস উল্লেখ করেন, অতি সম্প্রতি পেরুর আমাজনে নাহুয়া জনগোষ্ঠীর মধ্যে অন্তত ছয় জন আক্রান্ত হয়েছেন বলে চিহ্নিত করা হয়েছে।

হু’র প্রধান কোভিড-১৯ মহামারীর বিস্তার ঠেকাতে সংস্পর্শ অনুসন্ধানের উপর বিশেষ গুরুত্বপ্রদানসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত সকল পূর্বসতর্কতা গ্রহণ করতে জাতিসমুহের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের টিকার জন্য অপেক্ষা করতে হবে না। আমাদের এখন জীবন বাঁচাতে হবে।”

রয়টারের একটি হিসাব অনুসারে, ৬ লক্ষাধিক মৃত্যুসহ বৈশ্বিক সংক্রমণ এখন ১৪.৫ মিলিয়নের (১ কোটি ৪০ লক্ষ ৫০ হাজার) অধিক।

হু এই খবরটি স্বাগত জানিয়েছে যে, এ্যাসট্রাজেনেকা’র পরীক্ষামূলক টিকাটি নিরাপদ এবং স্বাস্থ্য স্বেচ্ছাসেবীদের মধ্যে প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষায় একটি নিরাপদ সাড়া প্রদান করেছে।

এজেডডি১২২২ (AZD1222) নামে টিকাটি এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এ্যাসট্রাজেনেকা ও বিজ্ঞানীদের দ্বারা গবেষণার সর্বশেষ পর্যায়ে, দ্য ল্যানচেট মেডিকেল জার্ণালে প্রকাশিত পরীক্ষার ফলাফল অনুসারে, গুরুতর কোন পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করেনি এবং এন্টিবডি ও টি-সেল মুক্ত সাড়া সৃষ্টি করে।

একই অনলাইন ব্রিফিং-এ হু’র জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান বলেন, “আমরা আমাদের সহকর্মীদের তাদের সৃষ্ট অগ্রগতির জন্য অভিনন্দন জানাই।” “ইহা একটি ইতিবাচক ফল, তবে আরও অনেক দূর যেতে হবে…আমাদের এখন বড় আকারের পরীক্ষায় যাওয়া প্রয়োজন।” -রয়টার

তথ্যসূত্রঃ gmanetwork.com, Reuters