আদিবাসী ছাত্রী রুখিয়া রাউত হত্যাকারী ও ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্বতীপুরে মানববন্ধন

0
868

হিল ভয়েস, ১০ অক্টোবর ২০২০, রংপুর: রংপুরের বদরগঞ্জ উপেজলার আদিবাসী মুশহর জাতিসত্তার শিক্ষার্থী রুখিয়া রাউতকে ধর্ষণ ও হত্যাকারী এবং দিনাজপুরের পার্বতীপুরের চন্ডিপুর গ্রামে আদিবাসীদের জমি দখল চেষ্টায় হামলাকারী ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্বতীপুর শহীদ মিনার চত্বরে জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি পার্বতীপুর উপজেলা কমিটির উদ্যোগে আজ শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি পার্বতীপুর উপজেলার সাধারণ সম্পাদক বিমল মুরমু।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, উপজেলা আদিবাসী নারী পরিষদ সভাপতি মিনতি মার্ডী, আদিবাসী নেতা বিজয় উরাও, এফ্রাহিম টুডু, নিরেন মার্ডী, ধীরেন ঋষি, মহন্ত ঋষি প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খোর্দ্দ বাগবাড় গ্রামের আদিবাসী মুশহর জাতিসত্তার অনার্স পড়ুয়া মেধাবী ছাত্রী রুখিয়া রাউতকে নির্মমভাবে হত্যা ও পার্বতীপুর উপজেলার বারকোনা গ্রামে ধর্ষণের চেষ্টা, ভূমিদস্যুরা নিরেন মার্ডীর ভোগ দখলীয় জমি জবর দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলা করেছে।

বক্তারা এসকল ঘটনার দ্রুত বিচারের দাবী জানান। এছাড়াও সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, জেলায় জেলায় বিশেষ ট্রাইবুনাল গঠন করে আদিবাসীদের ভূমি উদ্ধারের দাবি জানান বক্তারা। এ মানববন্ধনে পার্বতীপুর উপজেলা থেকে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে।