অপহৃত মারমা কলেজ ছাত্রকে রোয়াংছড়ি থেকে উদ্ধার

0
951
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ১৯ জুলাই ২০২২, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলা শহরের বড় রাজবিহার টাউন হল এলাকা থেকে অপহৃত মংসিংনু মারমা (২২), পীং-ক্যসাচিং মারমা নামে কলেজ ছাত্রকে অবশেষে আজ অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মূলত অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসার পর অপহৃত মংসিংনু মারমা রোয়াংছড়ির একটি জঙ্গলে অবস্থান করছিল। এসময় পার্শ্ববর্তী একদল গ্রামবাসী ঐ জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় মংসিংনু মারমাকে দেখতে পায়। মংসিনু মারমা ওই গ্রামবাসীদের নিকট ঘটনাটি খুলে বললে গ্রামবাসীরা তাকে বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই ২০২২ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ টার দিকে সেনামদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের কয়েকজন সদস্য বান্দরবান শহরের বড় রাজবিহার টাউন হল এলাকা থেকে মংসিংনু মারমাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা মংসিংনু মারমার পরিবারের কাছে ফোনে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।

জানা গেছে, আজ (১৯ জুলাই ২০২২) অপহরণকারী দুই মারমা ছেলে (নাম অজ্ঞাত) যখন মংসিংনু মারমাকে পাহারা দিচ্ছিল, তখন এক পর্যায়ে সুযোগ পেয়ে মংসিংনু মারমা অপহরণকারীদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে গিয়ে মংসিংনু মারমা রোয়াংছড়ি উপজেলা সদর এলাকার একটি জঙ্গলে অবস্থান করছিল। এমন সময় রোয়াংছড়ি সদর ইউনিয়নের কাইথারমুখ পাড়ার কয়েকজন গ্রামবাসী ঐ জঙ্গলের মধ্য যাওয়ার সময় মংসিংনু মারমার দেখা পায় এবং তারাই মংসিংনু মারমাকে বাড়িতে পৌঁছিয়ে দেয়।

মংসিংনু মারমার বাড়ি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জামছড়ি ইউনিয়নের মনজয় পাড়া গ্রামে। তিনি রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজের একজন ছাত্র।