আলিকদমে সেনাবাহিনী কর্তৃক একজন নিরীহ জুম্মকে অস্ত্র গুঁজে দিয়ে আটক

0
574
ছবি: মঙ্গল ঝিরি চাকমা পাড়া

হিল ভয়েস, ১৩ অক্টোবর ২০২১, বান্দরবান: বান্দরবানের আলিকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মঙ্গল ঝিরি চাকমা পাড়ায় গোপন সংবাদের দোহাই দিয়ে সন্ত্রাসী খোঁজার নামে সেনাবাহিনী ও পুলিশ একজন নিরীহ জুম্ম গ্রামবাসীকে দেশীয় তৈরি অস্ত্র গুঁজে দিয়ে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে নয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড  মঙ্গল ঝিরি চাকমা পাড়ায় যৌথ অভিযান পরিচলনা করে সেনাবাহিনী ও পুলিশ। এই সময় সেনাবাহিনী ও পুলিশ রত্ন মনি চাকমার বাড়ি ঘেরাও করে। একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ একটি দেশীয় তৈরি অস্ত্র গুঁজে দিয়ে রত্নমনি চাকমাকে তার বাড়ি থেকে আটক করে।

দেশীয় অস্ত্রসহ আটক ব্যাক্তির নাম রত্নমনি চাকমা (৪৮) পিতাঃ গজেন্দ্র চাকমা, গ্রাম- কলার ঝিরি বা মঙ্গল ঝিরি চাকমা পাড়া, ১ নং ওয়ার্ড, নয়াপাড়া ইউপি, আলিকদম, বান্দরবান।

রত্নমনি চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আলিকদম থানা কমিটির সদস্য। তিনি পেশায় একজন কৃষক।জনসংহতি সমিতির সদস্যদেরকে ‘সন্ত্রাসী’, ‘অস্ত্রধারী’ হিসেবে চিহ্নিত করে অপপ্রচার চালিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে নস্যাত করার হীন লক্ষ্যে রত্নমনি চাকমাকে অস্ত্র গুঁজে দিয়ে সেনাবাহিনী ও পুলিশ গ্রেপ্তার করেছে বলে না প্রকাশে অনিচ্ছুক জনসংহতি সমিতির জেলা কমিটির একজন সদস্য অভিমত ব্যক্ত করেছেন।

বাঘাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক জুপিটার চাকমার বাড়ি ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি: গত ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৮:৩০ ঘটিকার সময়ে শিজক মুখ সার্ববজনীন বৌদ্ধ বিহারের জায়গা দখল করে স্থাপিত সেনা ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার মো: জাহাঙ্গীরের নেতৃত্বের একদল সেনা বাঘাইছড়ি উপজেলাধীন সারোয়াতুলী ইউনিয়েন দক্ষিন শিজক গ্রামের বাসিন্দা জুপিটার চাকমা বাপ্পি (৩৬), পিতা-বিমলাক্ষ চাকমা-এর বাড়ি ঘেরাও করে।

এসময় জুপিটার চাকমা বাপ্পি বাড়িতে ছিলেন না। বাড়ির একজন স্কুলছাত্রকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী ক্যাম্পে ফিরে যায় বলে জানা যায়। জুপিটার চাকমা অনেক মামলার একজন আসামী, তিনি বাড়িতে এসেছেন কিনা, তিনি কোথায় থাকেন ইত্যাদি প্রশ্ন করেন সেনা সদস্যরা।