ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু পরিবারের ওপর হামলা, আহত ৭

0
723

হিল ভয়েস, ২১ সেপ্টেম্বর ২০২০,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্চ মুচিপাড়ায় পাঁচটি হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন সাতজন। এ ঘটনা ঘটে গত ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার।

নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার রাতে হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা চলছিল। ওইদিন রাতে কালিকচ্ছ মুচিপাড়ার বাসিন্দা রিপন দাস পাশের গ্রাম থেকে পূজা দেখে বাড়ি ফিরছিলেন। এ সময় এলাকার কিছু লোক তার পথ রোধ করে মাদক থাকার কথা বলে তার দেহ তল্লাশি করে।

এ সময় মাদক না পাওয়ায় রিপন ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাহাত মিয়া, সুমন মিয়া ও রাসেল মিয়ার নেতৃত্বে একদল লোক রিপনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তার স্বজনরা এগিয়ে এলে তাদেরও পেটানো হয়।

হামলায় আহতরা হলেন- রিপন রবিদাস, টিটন রবিদাস, শেফালী রানী, সঞ্জয় রবিদাস, রিমা রানী, সাজন রবিদাস ও পূজা রানী দাস। আহতরা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত কালিকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী রিমা রানী বলেন, প্রায়ই বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে এলাকার বখাটেরা আমাদের উত্ত্যক্ত করে, চামার বলে গালি দেয়।

হামলার শিকার গৌরী রানী দাস ও বাসন্তী রানী দাস বলেন, তাদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উদ্দিনের ইন্ধনে এই হামলা হয়েছে। হামলার আগের দিন তারা মিটিংও করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে সলিম উদ্দিন বলেছেন, আমার বাড়িতে কোনো বৈঠক হয়নি। তারা ৫০ বছর ধরে এখানে আছে। মুচিরা যে বাড়িতে থাকে, সেটা আমার পিতার কাছ থেকে ক্রয় করা। আর রিপন রবিদাসের দেহ তল্লাশি করে এলাকার লোকজন মাদক পেয়েছে। এ নিয়ে ঝামেলা হয়। ঘটনায় আমি জড়িত নই। আমরা তাদের (মুচি সম্প্রদায়) ১০০ ভাগ নিরাপদ রেখেছি।

ঘটনার পর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার যুগ্ম সম্পাদক সুজন দত্তের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সুজন দত্ত বলেন, এখানে যে পাঁচটি হিন্দু পরিবার আছে, তাদের উচ্ছেদ করাই হামলাকারীদের মূল উদ্দেশ্য।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ঘটনার পরদিন শুক্রবার দু’জনকে গ্রেপ্তার পুলিশ।