ভূষণছড়ায় বিজিবি কর্তৃক ধর্মীয় গুরু ও অস্থানীয়দের চলাচলে নিষেধাজ্ঞা

0
259

হিল ভয়েস, ২৭ জুলাই ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের এরাবুনিয়া বিজিবি ক্যাম্প কর্তৃক ক্যাম্পের পরবর্তী উপরের এলাকায় ধর্মীয় গুরুসহ ও অস্থানীয়দের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উক্ত বিজিবি ক্যাম্পের উপরের এলাকায় কোনো বৌদ্ধ ভিক্ষু, মৌলভী, ফাদার বা ধর্ম পূজারি সহ অস্থানীয় কেউ যেতে পারবে না বলে জানিয়ে দিয়েছে ক্যাম্প কর্তৃপক্ষ। তবে স্থানীয় গ্রামবাসীরা যেতে পারবে বলে জানানো হয়েছে।

গত প্রায় দুই সপ্তাহ আগে ১২ বিজিবি ছোট হরিণা জোনের অধীন এরাবুনিয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা পোস্টার ও সাইনবোর্ডের মাধ্যমে তাদের এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেয় বলে স্থানীয় একটি সূত্র জানায়।

সূত্রটি জানায়, তাদের এই নিষেধাজ্ঞার পেছনে বিজিবির যুক্তি হল, ভূষণছড়া ইউনিয়নের জারুলছড়ি ও জাঙেয়ে ছড়া এলাকায় নাকি কুকি-চিন ও ইসলামি জঙ্গীরা অবস্থান করছে। তাই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে শুধু এরাবুনিয়া এলাকাবাসীর নয়, আশেপাশের বরকলের বিভিন্ন এলাকার মানুষের চলাচলসহ তাদের পারিবারিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ইত্যাদি কর্মকান্ডেও যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী জানান, কুকি-চিন ও ইসলামি জঙ্গীদের দোহাই দিয়ে বিজিবি প্রকৃতপক্ষে এই এলাকায় একধরনের অবরোধ আরোপ এবং ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। এই এলাকাবাসীর মতে, কুকি-চিন ও ইসলামি জঙ্গীদের ইস্যুটি ষড়যন্ত্রমূলকও হতে পারে।