ধর্ষণের শিকার সংখ্যালঘু শিশু, মামলা প্রত্যাহারের হুমকি

0
532

হিল ভয়েস, অক্টোবর ২০১৯, লালমনিরহাট: ধর্ষণের জন্য দুই পলাতক সন্দেহভাজন মামলা প্রত্যাহার করতে হুমকি প্রদান করতে থাকায় বাংলাদেশে লালমনিরহাটের আদিতমারিতে ধর্ষণের শিকার সংখ্যালঘু এক মেয়ে শিশু স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।

জানা গেছে, গত ৩ অক্টোবর ২০১৯ অভিযুক্ত বায়জিদ ইসলাম ও রিপন ইসলাম ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ঐ ছাত্রীকে তার বাড়ি থেকে অপহরণ করে প্রত্যন্ত স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে স্থানীয়রা ঐ মেয়ে শিশুটিকে উদ্ধার করে আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গত ৪ অক্টোবর ২০১৯ মেয়েটিকে লালমনিরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ৬ অক্টোবর পর্যন্ত সেখানে চিকিৎসা করা হয়।

পরিবারের সূত্র অনুসারে, স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য কর্তৃক ৫০,০০০ টাকার বিনিময়ে মামলাটি প্রত্যাহারের জন্য চাপের মধ্যে রাখায়, মেয়েটি ও তার পরিবার হুমকির মধ্যে বসবাস করছে। ধর্ষণকারীরা মেয়েটির পরিবারকে অব্যাহতভাবে হুমকি দেয়ায়, মেয়েটি ইতোমধ্যে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।