আদিবাসী নারীকে গণধর্ষণ, একজনকে গ্রেফতার

0
675

হিল ভয়েস, ১৮ আগস্ট ২০১৯, ঢাকা:  ঢাকার আশুলিয়ার একটি বাসায় স্বামীকে বেঁধে এক আদিবাসী নারীকে গণধর্ষণের ঘটনায় স্থানীয় তিন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার সাথে জড়িত রনি নামেন একজনকে গত ১৫ আগস্ট রোজ শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে বলে আশুলিয়া থানার এসআই ফজিকুল জানিয়েছেন। বাদবাকী দুজন জয় ও শামীম পলাতক রয়েছেন।

জানা যায়, গত ১৩ আগস্ট রোজ মঙ্গলবার ডেন্দাবর এলাকার নতুনপাড়া মহল্লার ভুক্তভোগীর নতুন ভাড়া বাসায় ঘটনাটি সংঘটিত হয়। ১৮ আগস্ট সকালে ভুক্তভোগী মহিলাটি আশুলিয়া থানায় মামলা করেন। পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানা যায় যে, মহিলাটি মাঝেমধ্যে বাসায় চোলাই মদ বানাত।
মদ তৈরির বিষয়টি জানার পর গত ১৩ আগস্ট রাতে স্থানীয় তিনজন লোক সেখানে যায় এবং টাকা দাবি করে। একপর্যায়ে তারা নগদ ১০,০০০/- টাকা ও স্বর্ণের একটি গলার চেইন কেড়ে নেয়। তারপর তারা আবার তাদের কাছ থেকে দুই লাখ টাকা দাবি করে। এ দম্পতি টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামীকে মারধর করা হয় ও পাশের রুমে বেঁধে রাখা হয়। পরে মহিলাটিকে পালাক্রমে ধর্ষণ করা হয়। আশুলিয়া থানার এসআই ফজিকুল বলেন- ধর্ষণ ঘটনায় রনি নামের এক যুবককে গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদেরও গ্রেফতারের তৎপরতা বিদ্যমান রয়েছে।