হিল ভয়েস, ১৬ এপ্রিল ২০২৩, রাঙামাটি: পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সশস্ত্র সন্ত্রাসীদের কর্তৃক রাঙামাটি জেলার লংগদু উপজেলার কাট্টলী এলাকার তিন জুম্ম গ্রামের অধিবাসীদের সকল মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এমনকি ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা বর্তমানে উক্ত গ্রামগুলিতে কার্ফ্যু জারি করে গ্রামবাসীদের জিম্মি করে রেখেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩/৪ দিন আগে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের কাট্টলী এলাকার পাগলীছড়া, কিচিংছড়া ও কুকিছড়া গ্রামের অধিবাসীদের ব্যবহৃত সকল মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর থেকে এলাকার জনগণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আরো পড়ুন
শুধু তাই নয়, এরপর থেকে সন্ধ্যার পূর্বেই স্ব স্ব বাড়ির ভেতরে ঢুকে পড়া গ্রামবাসীদের জন্য বাধ্যতামূলক নিয়ম জারি করেছে ইউপিডিএফ। সন্ধ্যার পর বাড়ির বাইরে পথেঘাটে কাউকে দেখলে সোজা গুলি করবে বলে ঘোষণা দিয়েছে তারা।
এমতাবস্থায় অনেক গ্রামবাসী বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে বলেও খবর পাওয়া গেছে।
কয়েকজন গ্রামবাসীর ধারণা, এলাকায় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং কোনো সন্ত্রাসী কর্মকান্ড চরিতার্থ করার উদ্দেশ্যেই ইউপিডিএফ এই পদক্ষেপ গ্রহণ করেছে।
আরো পড়ুন
ইউপিডিএফের ত্রিপুরা কর্মীদের নেতৃত্বে ত্রিপুরা বাহিনী গঠনের ষড়যন্ত্র করছে সেনাবাহিনী
ষড়যন্ত্রের আরেক নতুন স্ক্রীপ্ট নিয়ে হাজির সংঘাতের জনক ইউপিডিএফ!
শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র এবং ইউপিডিএফের তথাকথিত ‘ভ্রাতৃঘাতি সংঘাত’
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
             
             
                             
                             
                             
                                                     
                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        