রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক ২ জন নিরীহ গ্রামবাসীকে হয়রানি

0
483

হিল ভয়েস, ৭ ফেব্রুয়ারি ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার গবঘোনায় সেনাবাহিনী কর্তৃক ১ নিরীহ গ্রামবাসীর বাড়ি তল্লাসী ও অপর ১ জনকে হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) ২০২২ ইং দুপুর ১২.০০ টার সময় গবঘোনা ও এসব্যান্ড সেনা ক্যাম্প হতে গবঘোনা সেনা ক্যাম্প কম্যান্ডার ক্যাপ্টেন মোঃ মাহমুদুল হকের নেতৃত্বে দুটি স্পীড বোট যোগে ১৫/২০ জনের একটি সেনা দল হরিন ছড়া পাড়ায় টহল অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া যায়।

উক্ত পাড়ায় মংশেপ্রু মারমা (৪২), পিতা- ভিন্ন উচাই সিং মারমা, গ্রাম- হরিন ছড়া, ২ নং ওয়ার্ড, ৪ নং কাপ্তাই ইউনিয়ন কাছ থেকে রাগান্বিত স্বরে সেনারা জিজ্ঞেস করে যে, এখানকার গ্রামে বা এলাকায় কে কে জেএসএসের কাজ করে এবং কে কে জেএসএসকে সার্বিক সাহায্য দিয়ে আসছে, তাদের নামের তালিকা দেন। সেনাসদস্যরা এলাকাবাসীদের নানারকম অকথ্য ভাষায় গালিগালাজ করেছে বলেও জানা যায়।

অপরদিকে একই পাড়াস্থ শিশু কুমার চাকমা (৪৫) পিতা-মদন মোহন চাকমা গ্রাম-হরিন ছড়া, ১ নং ওয়ার্ড, ৪ নং কাপ্তাই ইউনিয়নের বাড়ি হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, শিশু কুমার চাকমা বর্তমানে রাঙামাটি জেলহাজতে রয়েছে বলে জানা যায়।