রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক এক জুম্ম গ্রামবাসীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

0
585
ছবি : প্রতীকী

হিল ভয়েস, ২১ সেপ্টেম্বর ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দ্যা এলাকা থেকে এক নিরীহ জুম্ম গ্রামবাসীকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ব্যক্তির নাম বিজয় লাল চাকমা (৪৬), পিতা-সুব্রত চাকমা, গ্রাম-কাইন্দ্যা, বালুখালী ইউনিয়ন, রাঙ্গামাটি সদর উপজেলা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর ২০২১ দুপুর আনুমানিক ২:৩০ টার দিকে বিজয় লাল চাকমা যখন একটি ট্রলার বোট যোগে রাঙ্গামাটি শহর থেকে বাড়ির দিকে ফিরছিল, তখন কাইন্দ্যা মুখ নামক জায়গায় পৌঁছলে সেনাবাহিনীর একটি স্পীড বোট এসে ট্রলার বোটটিকে থামায়। এসময় সেনা সদস্যরা ট্রলার বোটের যাত্রীদের কে বিজয় লাল চাকমা জানতে চায়। বিজয় লাল চাকমা নিজেকে পরিচয় দিলে, সেনা সদস্যরা তাকে বোট থেকে নামিয়ে সেখান থেকে তুলে নিয়ে যায়।

এরপর সেনা সদস্যরা বিজয় লাল চাকমাকে কোথায় নিয়ে গেছে তা জানা যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিজয় লাল চাকমার মুক্তির খবরও জানা যায়নি। এদিকে বিজয় লাল চাকমার পরিবার ও এলাকাবাসী গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

গ্রামবাসীর সূত্র জানায়, বিজয় লাল চাকমা অত্যন্ত সাধাসিদে ও সাধারণ এক গ্রামবাসী।