হিল ভয়েস, ১১ আগস্ট ২০২৩, ঢাকা: ঢাকার মোহাম্মদপুরস্থ ফোক সেন্টারে ‘’আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৩’’ উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা কমিটি ও জনউদ্যোগের যৌথভাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আদিবাসীদের আত্মপরিচয়ের স্বীকৃতিতে রাষ্ট্রের সংবেদনশীল আচরণ জরুরি বলে মনে করেন আলোচনা সভার বক্তারা।
আজ ১১ আগস্ট ২০২৩, শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুরস্থ ফোক সেন্টারে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বৃহত্তর ঢাকা কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আদিবাসীদের বন্ধু গবেষক ও লেখক পাভেল পার্থ, আইইডি’র সিনিয়র সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন মিঠুল, জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা কমিটির সাধারণ সম্পাদক বিভূতী ভূষণ মাহাতো, সহ-সভাপতি রত্নেশ্বর এক্কা, দপ্তর সম্পাদক নিরালা মার্ডি, প্রচার সম্পাদক বিকাশ মাহাতো, সেচ্ছাসেবক সম্পাদক সুশন সিং, সাসু’র সাবেক সভাপতি সুবোধ এম বাস্কে, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুমিতা রবিদাস প্রমূখ।
আরো পড়ুন
পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জুম্মদের অধিকার ও নিরাপত্তা নেই: যুক্তরাষ্ট্র প্রবাসী জুম্মরা
বিলুপ্তপ্রায় আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায় আদিবাসী যুবদের অধিকতর ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে: ঢাকায় সন্তু লারমা
আদিবাসীদের আত্মপরিচয়ের স্বীকৃতি জরুরি। আত্মপরিচয়ের স্বীকৃতি প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আদিবাসীদের আত্মপরিচয়ের স্বীকৃতির ক্ষেত্রে রাষ্ট্রকেও সংবেদনশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা কমিটি ও জনউদ্যোগ কর্তৃক আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, আদিবাসীদের ভূমি সমস্যার সমাধানে সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন, সরকারি চাকরিতে আদিবাসীদের ৫% কোটা পুর্নবহাল, আদিবাসীদের উপর সংঘটিত সকল অন্যায়, অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণ, উচ্ছেদ বন্ধ করা জরুরি।