হিল ভয়েস, ১৩ সেপ্টেম্বর ২০২০, রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের টংপাড়ায় আদিবাসীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আদিবাসীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) মিছিল নিয়ে বেলা সাড়ে ১১টায় আদিবাসীরা এ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে ।
প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন আদিবাসী নেত্রী কুটিলা রাজোয়াড়, কল্পনা রাজোয়াড় ও সুফলা রাজোয়াড় প্রমূখ।
প্রতিবাদ মিছিলে বক্তারা বলেন, শতবছর ধরে জেলার নাচোল উপজেলার টংপাড়ায় খাস জমিতে বসবাস করে আসছে রাজোয়াড় সম্প্রদায়ের আদিবাসীরা। জালিয়াত চক্রের ইন্ধনে আবু রাসেল খালেক গং সেখান থেকে তাদের উচ্ছেদে দীর্ঘদিন ধরেই নানা ষড়যন্ত্র, হামলা, মামলা, নির্যাতন, শ্লীলতাহানি এবং পুকুর দখলের চেষ্টা চালিয়ে আসছে।
বক্তারা আরও অভিযোগ করে বলেন, এসব ঘটনা অবহিত করতে গত ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদন করা হলেও অদ্যাবধি কোন সুরাহা করা হয়নি।
শনিবার সকালে আবু রাসেল খালেক গং উদ্দেশ্য প্রণোদিতভাবে ভূসির বস্তা ঘরের ভিতর রাখতে আসলে বাধা প্রদান করা হয় এবং ধস্তাধস্তির একপর্যায়ে কল্পনা রাজোয়াড়কে শ্লীলতাহানির চেষ্টা করে।
অনতিবিলম্বে জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান ।