হিল ভয়েস, ১০ আগস্ট ২০২০, ত্রিপুরা: লকডাউনের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল ৯ আগস্ট ২০২০ ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হওয়ার খবর পাওয়া গেছে।
ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি), অল এলাইড ব্রাডারহুড অরগানাইজেশন, ইয়ং তিপরা সোশ্যাল অরগানাইজেশনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন জায়গায় আয়োজিত অনুষ্ঠানে দলমত নির্বিশেষে আদিবাসী জাতিগোষ্ঠীর লোকেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জানা গেছে, বিশালগড়ে রংমালা, সোনামুড়ার, ধনিরামপুর এবং বিশ্রামগঞ্জের প্রমোদনগরে উল্লেখযোগ্য সংখ্যক লোকের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক আদিবাসী দিবস।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এদিন সকাল থেকেই চিরাচরিত ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিপাহিজলা জেলার বিভিন্ন এলাকায় সমবেত হতে থাকে বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসী জাতিগোষ্ঠীর শিশুসহ নারী ও পুরুষ। বিভিন্ন জায়গায় লকডাউনের বিধি লংঘন করে বিশাল র্যালির আয়োজন করার কথাও শোনা যায়।
আয়োজকরা লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে দিবসটি উদযাপন করার কথা দাবি করলেও অনেকে আবেগে আপ্লুত হয়ে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে যোগদান করে বিরাট জমায়েতের সৃষ্টি করেন। অন্যান্য বছরের তুলনায় জাঁকজমকপূর্ণ না হলেও উল্লেখযোগ্য সংখ্যক লোকের উপস্থিতি ছিল আজকের অনুষ্ঠানগুলোতে।
উদ্যোক্তাদের পক্ষে আইপিএফটি নেতা রামমোহন দেববর্মা জানান, আদিবাসী দিবস উদযাপন উপলক্ষেই আজ র্যালি বের করা হয়েছে। বিশ্ব মহামারীর কারণে সীমিতভাবে ক্ষুদ্র র্যালির মাধ্যমে বিশেষ উৎসাহের মধ্য দিয়ে আজকের এই দিবসটি পালন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে যাবতীয় নিয়মকানুন মেনেই এই দিবসটি পালন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
তিনি আরো জানান, এতে জাতি জনজাতি সকল অংশের মানুষ অংশগ্রহণ করে। আজকের এই র্যালি কোন রাজনৈতিক দলের নয় কিংবা কোন সামাজিক সংগঠনের উদ্যোগেও নয়। তবে আদিবাসীরা জাতিগত ঐক্য রক্ষা করার লক্ষে এই দিবসটি উদযাপন করা হয়েছে বলেও তিনি জানান।
সোনামুড়ার বিজয়নগরের আইপিএফটি নেতা নরেন্দ্র দেববর্মা জানান, আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ জল জমি জঙ্গল বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি নিয়ে বৃক্ষ রোপণেরও আয়োজন করে আয়োজকরা। আদিবাসী জাতিগোষ্ঠীর লোকদের অধিকার রক্ষায় যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করে এদিন নীরবতাও পালন করা হয় সোনামুড়ার বিজয়নগরে।
সূত্র: ভারতের ত্রিপরা রাজ্যের আগরতলা থেকে প্রকাশিত ১০ আগস্ট ২০২০-এর ‘দৈনিক সংবাদ’এর প্রতিবেদন অবলম্বনে।