রাজভিলায় সেনাবাহিনী কর্তৃক জেএসএস সদস্যের বাড়িতে হামলা ও জিনিসপত্র ভাঙচুর

হিল ভয়েস, ২৯ ডিসেম্বর ২০২১, বান্দরবান: বান্দরবান জেলার রাজভিলা ইউনিয়নের থংজমা পাড়ার নিসাঅং মারমা (৪৩), পিতা- মৃত শৈথুইউ মারমা-এর বাড়ি সেনাবাহিনীরা ঘেরাও করে এবং দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির জিনিসপত্র তছনছ করে দিয়েছে বলে জানা গেছে। এই সময়ে নিসাঅং মারমা তার বাড়িতে ছিলেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ৯.০০টার সময় ডলু পাড়া ক‍্যাম্প থেকে সেনাবাহিনীর প্রায় ৪০ জনের একটি দল ঐ গ্রামে প্রবেশ করে। এই সময়ে পাড়া থেকে কয়েকজন ব‍্যক্তিকে নিসাঅং মারমা’র বাড়িতে নিয়ে হাত বেঁধে রাখা হয় এবং মারধর করা হয়।

থংজমা পাড়ায় মারধরের স্বীকার ব্যক্তিগণ হচ্ছেন, রেদামং মারমা (৩৭), পিতা- অংসাহ্লা মারমা; উমংশৈ মারমা (৩২), পিতা: ক‍্যমং মারমা; উশৈথোয়াই (২৬), পিতা: সানুঅং মারমা; উসামং মারমা (২৬), পিতা: মংসাপ্রু মারমা; থুইসাপ্রু (২৬), পিতা: থোয়াইসাপ্রু মারমা; লুসাইমং (২৩), পিতা: মেদোসে মারমা; মেসাচিং মারমা (৩৭), পিতা: মংবাথোয়াই মারমা।

এছাড়াও পার্শবর্তী মশাবন‍িয়া পাড়া থেকেও ৩ জন ব‍্যক্তিকে ব‍্যাপকভাবে মারধর করা হয়েছে। তারা হলেন- থুইসেপ্রু মারমা (৪০), পিতা: উথোয়াই মারমা; মংশৈথুই মারমা (৩৭), পিতা- থুইহ্লা মারমা; চিংহ্লাপ্রু মারমা (৪৫),পিতা: অজ্ঞাত।

ঘটনার সময় সেনাবাহিনীরা নিসাঅং মারমা-এর দোকানের জিনিসপত্রাদি ভাংচুর এবং নষ্ট করে দেয়। দোকানের ফ্রিজে থাকা ঠান্ডা পানি এবং বিষ্কুটগুলো তারা খেয়ে ফেলেন এবং অবশিষ্টগুলো নষ্ট করে দেয়।

উল্লেখ্য যে, বিগত সময়ে বান্দরবানে ইউপিডিএফের অবস্থান কালে ইউপিডিএফ এবং মগ পার্টি মিলে তার বাড়িতে আগুন দিয়েছিল। বর্তমানে সেনাবাহিনীরা সেখানে অবস্থান করছে বলে জানা গেছে।

More From Author