দুস্কৃতকারীদের কর্তৃক অপহৃত মাকে দিয়ে ঢাকার হাসপাতাল থেকে ছাড়িয়ে মেয়েকে অপহরণ, দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের

হিল ভয়েস, ২৩ জুন ২০২১, বিশেষ প্রতিবেদক: মাগুরার চিহ্নিত দুস্কৃতকারী কর্তৃক এক সংখ্যালঘু মাকে অপহরণ করে ঢাকায় এনে তাকে দিয়ে ঢাকায় চিকিৎসারত তার নাবালিকা মেয়েকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে, মাকে ফেলে ওই মেয়েকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মাগুরা সদর হাসপাতালের স্টাফ নার্স সুমিতা বিশ^াস ও ঢাকায় শিশু নিরাময় কেন্দ্রে চিকিৎসারত তার নাবালিকা কন্যাকে অপহরণের জন্য দায়ী মাগুরা সদরের গোয়ালখালীর আরমান হোসেন রানা ও সঙ্গীয় দুর্বৃত্তদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছে।

গতকাল ২২ জুন ২০২১ ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার খবর এবং দোষীদের শাস্তির দাবির কথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংঘবদ্ধ চিহ্নিত দুষ্কৃতকারীরা গতকাল ২১ জুন, ২০২১ সোমবার রাতের দায়িত্ব শেষে ভোরে মাগুরা থেকে শ্রীপুর উপজেলার দেবীনগরে তার বাসায় যাওয়ার পথে মাগুরার সদর হাসপাতালের স্টাফ নার্স সুমিতা বিশ^াসকে অপহরণ করে ঢাকায় নিয়ে আসে এবং ঢাকার শিশু নিরাময় কেন্দ্রে চিকিৎসারত তার নাবালিকা মেয়েকে ছাড়িয়ে নিতে বাধ্য করে। এর পরবর্তীতে আরমান হোসেন রানা ও তার সঙ্গীয় দুর্বৃত্তরা মাকে ছেড়ে দিয়ে নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলা হয়, অপহৃতা মেয়ের মা স্থানীয় থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ অজানা কারণে তা গ্রহণ করেনি, যা নিতান্তই রহস্যজনক।

More From Author