চবিতে এম এন লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত

0
1055

হিল ভয়েস, ২৮ ফেব্রুয়ারি ২০২০, চট্টগ্রাম: পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আদিবাসী ছাত্রদের নিয়ে আয়োজিত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ক্রিকেট টু্র্নামেন্ট ২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত ২৮ ফেব্রুয়ারি ২০২০ বিকাল ৪:০০ ঘটিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি সুমন মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রিন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি রিনা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বামং সিং মারমা পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মিলন কুসুম তনচংগ্যা, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মংয়ই চিং মারমা, এম. এন. লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর সদস্য সচিব স্নেহময় ত্রিপুরা প্রমুখ।

পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শ্রাবণ চাকমার সঞ্চালনায় ও আশুতোষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইট শাখার সাধারণ সম্পাদক নবোদয় চাকমা।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় হিল ফোর্স (২০১৯-২০ সেশন) ও তাজিংডং (২০১৮-১৯ সেশন) প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার শুরুতে উদ্বোধক ও প্রধান অতিথি ড. মোঃ সাইদুল ইসলাম ও পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমাসহ পার্বত্য চট্টগ্রামের জুম্ম জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রামে যারা শাহাদাৎ বরণ করেছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

খেলায় প্রথম ইনিংসে হিল ফোর্স ব্যাটিং করে ১২ ওভারে চার উইকেটে ১২৭ রান করতে সক্ষম হয়। জবাবে দ্বিতীয় ইনিংসে ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে এবং ১৭ বল হাতে রেখে তাজিংডং (২০১৮-১৯) জয়ী হয়ে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানারআপ হওয়ার গৌরব অর্জন করে হিল ফোর্স (২০১৯-২০)।

এছাড়াও ম্যান অফ দ্যা ফাইনাল তাজিংডং এর খেলোয়াড় উত্তম কুমার ত্রিপুরা ( ব্যক্তিগত ৭৪ রান), ম্যান অফ দ্যা টুর্নামেন্ট তাজিংডং দলের অধিনায়ক অক্ষয় ত্রিপুরা, টু্র্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিল ব্রাদার্স এর খেলোয়াড় লেমন চাকমা (তিন ম্যাচে দুই সেঞ্চুরী সহ ২৪৩ রান), টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপ্ত অং শৈপ্রু মারমা (ব্যক্তিগত ১৩ উইকেট) নির্বাচিত হন।

উদ্বোধক ও প্রধান অতিথি ড. মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, একজন শিক্ষার্থীর মেধা মনন বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পাশাপাশি ভাতৃত্ব বন্ধন, জাতি ভেদাভেদ ভুলে সবাইকে একত্র করে। ভাতৃত্ব বোধকে সাথে নিয়ে লেখাপড়া শেষ করে জুম্ম জাতির জন্য কাজ করতে শেকড়ের টানে পাহাড়ে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,আজকে ছাত্র সমাজ যে কোন জাতির মূল কান্ডারী হয়ে কাজ করে। ঠিক তদ্রূপ পাহাড়ের টান অনুভব করে জুম্ম জাতির জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।

এরপরে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তারা বলেন, ” পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চবিতে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার জন্য নানা কর্মসূচি গ্রহণ করে থাকে। খেলার মাধ্যমে প্রত্যেকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান সৃষ্টি করার জন্য এই টুর্নামেন্টের আয়োজন।”

বক্তারা আরো বলেন, পাহাড়ি ছাত্র পরিষদের জন্ম হয়েছে লড়াই সংগ্রামের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে জানতে হবে। পাহাড়ের মানুষের উপর শোষন নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পাহাড়ি ছাত্র পরিষদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকতে না পারলেও অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। আন্দোলন করা শুধুমাত্র পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীদের দায়িত্ব নয়, সকল সচেতন শিক্ষার্থীকে আন্দোলনে অংশ নিতে হবে। রাজনৈতিক দল ছাড়া বিপ্লব সংঘটিত করা সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, যার স্মৃতির উদ্দেশ্যে এই আয়োজন সেই মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমাকে জানা প্রয়োজন। এম এন লারমার জীবন দর্শনকে ধারণ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে অনুধাবন করার আহ্বান জানান। মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা শুধুমাত্র পাহাড়ের মানুষের জন্য নয়, সারা দেশের মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছেন। মহান নেতা সেই সময় অসাম্প্রদায়িক চেতনার একটি দেশের স্বপ্ন দেখেছেন।

পার্বত্য চট্টগ্রামের শিক্ষিত সমাজই পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নেবেন। তার জন্য সবাইকে পাহাড়ের সাথে আত্মার সম্পর্ক এবং শেকড়ের টান অনুভব করা প্রয়োজন বলে বক্তারা বলেন। তার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বিশ্বমানের করতে ও সমাজব্যবস্থার আমুল পরিবর্তনের জন্য সবাইকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পতাকাতলে এসে লড়াই সংগ্রামে সামিল হওয়ার অনুরোধ জানান।

পরে চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি, মেডেল ও প্রাইজমানি এবং রানার্স আপ দলকে রানার্স আপ ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেয়া হয়। সেই সাথে ম্যান অফ দ্যা ফাইনাল, সর্বোচ্চ রান সংগ্রহকারী, সর্বোচ্চ উইকেট প্রাপ্তকে পুরষ্কার প্রদান করা হয়।

উল্লেখ্য যে, গত ১৫ ফেব্রুয়ারি ২০২০ হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের সেশন ভিত্তিক ১৩টি দলের অংশগ্রহণে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ শুরু হয়।