বরকলে মহান নেতা এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

হিল ভয়েস, ১০ নভেম্বর ২০২২, রাঙ্গামাটি: আজ রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান নেতা এম এন লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস পালিত হয়েছে বলে জানা গেছে। এ উপলক্ষে উপজেলা সদরে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

প্রথমে সকাল ৮:০০ টায় এম এন লারমার শহীদ বেদীতে এম এন লারমার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য ও বরকল উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমাসহ মহিলা সমিতি, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মীবৃন্দ।

এরপর সকাল ৯:০০ টায় পাহাড়ী ছাত্র পরিষদের বরকল থানা শাখার সভাপতি কেতন চাকমার সভাপতিত্বে এবং থানা শাখার সাধারণ সম্পাদক প্রিয় জ্যোতি চাকমার সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা। শোক প্রস্তাব পাঠ শেষে ২ মিনিট মৌনব্রত পালন করা হয়।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং সাবেক মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুচরিতা চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের বরকল থানা শাখার সাবেক সভাপতি লক্ষীমন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের বরকল থানা শাখার সহ সাধারণ সম্পাদক ইলেন চাকমা।

প্রধান অতিথি শ্যামরতন চাকমা তাঁর বক্তব্যে মহান নেতার জীবন ও সংগ্রামের উপর আলোচনা করেন এবং প্রতিটি ছাত্র-যুব সমাজকে এম এন লারমার আদর্শে গড়ে ওঠার পরামর্শ দেন। তিনি ছাত্র ও যুব সমাজকে পার্বত্য চুক্তি বাস্তবায়নে দৃঢ় প্রতীজ্ঞ হতে এবং আন্দোলনের হাল ধরার আহ্বান জানান।

সুচরিতা চাকমা তাঁর বক্তব্যে পুরুষদের পাশাপাশি নারী সমাজকেও ঐক্যবদ্ধ হওয়ার এবং প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি রাজনৈতিক জ্ঞানে সৃমদ্ধ হয়ে ওঠার আহ্বান জানান।

বরকল উপজেলা সদর ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামে গ্রামে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান নেতার মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস পালন করা হয় বলে জানা যায়।

More From Author