পটুয়াখালীতে দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর

0
739

হিল ভয়েস, ৫ অক্টোবর ২০২০, পটুয়াখালি: পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের হরলাল হাওলাদার বাড়ির সর্বজনীন দুর্গা মন্ডপের দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা দুর্গাসহ ৪টি প্রতিমা ও তার বাহনও ভাঙচুর করে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) মো: ফারুক হোসেন, বাউফল উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেন ও বাউফল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দিরের সভাপতি ননী গোপল দাস জানান, কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের হরলাল হাওলাদারের বাড়িতে দীর্ঘদিন ধরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছরও দুর্গাপূজা করার জন্য প্রতিমার রঙয়ের কাজ ব্যতীত অন্যান্য কাজ শেষ পর্যায়ে। কিন্তু বাড়ির লোকজন সোমবার ভোরে মন্ডপে গিয়ে দেখেন দুর্গা প্রতিমার শরীরের মাটি তুলে ফেলা হয়েছে। লক্ষ্মী, স্বরসতী ও কার্তিকের প্রতিমার মাথা এবং তাদের বাহন ময়ুর, পেঁচা, ইঁদুর, সিংহ ও হাঁস ভাঙা অবস্থায় পরে আছে।

বাউফল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, দ্রুত শিল্পীদের দিয়ে প্রতিমা মেরামতের ব্যবস্থার জন্যে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্দিরের প্রতিমা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওসি মোস্তাফিজুর রহমান জানান, আমরা পূজা মন্ডপ কমিটিকে বলেছি লিখিত অভিযোগ দিতে। অভিযোগ পেলে আমরা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।