লংগদুতে এক জুম্ম কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

0
876

হিল ভয়েস, ৬ অক্টোবর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় ১নং আটারকছড়া ইউনিয়নে করল্যাছড়িতে কলেজ পড়–য়া (একাদশ শ্রেণী) এক জুম্ম ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা গতকাল (৫ অক্টোবর ২০২০) লংগদু থানায় একটি মামলা দায়ের করেছেন।

লংগদু থানা পুলিশ আজ (৬ অক্টোবর ২০২০) মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

ধর্ষণের ঘটনার আসামী করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রহিম পলাতক রয়েছে বলে জানা গেছে।

মামলার এজাহারে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে ধর্ষণের শিকার মেয়েটি ছাগল খুঁজতে করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের দিকে যান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রহিম অবস্থান করছিলেন। লেবু নিয়ে যাওয়ার কথা বলে তার মেয়েকে বিদ্যালয়ে ডাকেন। মেয়েটি বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করলে হাতে ধরে তার মেয়েকে জোর করে ধর্ষণ করে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ (প্রশাসন) জানান, এ ঘটনায় লংগদু থানায় মামলা নেওয়া হয়েছে। পুলিশ অপরাধীকে ধরতে চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগীকে পুলিশের নিরাপত্তার হেফাজতে নিয়ে মঙ্গলবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভূক্তভোগী আজ বিকালে রাঙ্গামাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় ধর্ষণের ঘটনার জবানবন্দী দিয়েছেন।