কাপ্তাইয়ের রাইখালীতে সেনাবাহিনী কর্তৃক দুই নিরীহ জুম্মকে আটক

হিল ভয়েস, ২৮ জুন ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় সেনাবাহিনী কর্তৃক দুই নিরীহ জুম্মকে আটকের ঘটনা ঘটেছে।

আটককৃত দুই জুম্ম হলেন বাসি মং মারমা (৪৭) এবং অংসি মং মারমা (৪০)। তারা উভয়েই উপজেলার চন্দ্রঘোনার কারিগর পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ জুন ২০২৩) রাত ৮ টার দিকে সেনাবাহিনীর দুইটা গাড়ী যোগে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এসে বাসিং মং মারমার নিজস্ব দোকান ঘেরাও করে। কোন কিছু বলে ওঠার আগে বাসিং মংকে চোখ বেঁধে গাড়ীতে তুলে নিয়ে যায় সেনাবাহিনী। বাসিংমং মারমা পেশায় একজন দোকানদার। পাশাপাশি তিনি ভাড়ায় চালিত মোটর সাইকেল চালিয়ে জীবনধারণ করেন।

এর পরের দিন রবিবার (২৫ জুন ২০২৩) একই এলাকায় আবারও অংসি মং মারমা নামে আরেক জুম্ম দোকানদারকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আটককৃত দুজনকে চোখ বাঁধা অবস্থায় গাড়ীতে করে নিয়ে যায় সেনাবাহিনী।

আইন মোতাবেক ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে হাজির না করে সেনাবাহিনী অবৈধভাবে ৩/৪ দিন পর্যন্ত কাপ্তাই সেনা ক্যাম্পে আটকে রাখে। অবৈধভাবে ক্যাম্পে আটকে রাখার পর সেনাবাহিনী অস্ত্র গুঁজে দিয়ে আজ বুধবার (২৮ জুন ২০২৩) সকালে চন্দ্রঘোনা থানায় কাছে সোপর্দ করে।

আজ উক্ত দুজনকে রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যজিট্রেট আদালতে হাজির করা হয়।

More From Author