সাজেকে ইউপিডিএফ সন্ত্রাসীদের কর্তৃক এক ত্রিপুরা যুবক মারধরের শিকার

হিল ভয়েস, ৭ এপ্রিল ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে চুক্তি বিরোধী ইউপিডিএফ সন্ত্রাসীদের কর্তৃক এক নিরীহ ত্রিপুরা যুবক মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ৬ এপ্রিল ২০২৪ বিকেলের দিকে সাজেক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিউ তাংথাং গ্রামে এই ঘটনা ঘটে।
মারধরের শিকার ত্রিপুরা যুবকের নাম বনেশ্বর ত্রিপুরা (২৭), পীং-চিরন কার্বারি, গ্রাম-নিউ তাংথাং।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে হঠাৎ ইউপিডিএফ এর সশস্ত্র বিভাগের কমান্ডার রিডিংস এর নেতৃত্বে ১৫-১৬ জনের একটি সশস্ত্র দল ওল্ড তাংথাং-এ আসে। বিকালে পার্শ্ববর্তী গ্রাম নিউ তাংথাং থেকে মুঠোফোন যোগে কয়েকজন গ্রামবাসীকে তাদের সাথে দেখা করতে বলে। ভয়ে উক্ত বনেশ্বর ত্রিপুরাসহ কয়েকজন গ্রামবাসী সেখানে আসলে, আসার সাথে সাথে ইউপিডিএফ এর সশস্ত্র সদস্য রাজীব গান্ধী বনেশ্বর ত্রিপুরাকে ব্যাপকভাবে মারধর করে এবং গ্রামবাসী কয়েকজনকে জীবন নাশের হুমকি দেয়।

গ্রামবাসীদের তথ্যমতে, আগেও এই ইউপিডিএফ সন্ত্রাসীরা মুঠোফোনে গ্রামবাসীদের একাধিকবার হুমকি দিয়েছে এবং বিভিন্ন সময় তারা নিজের ব্যক্তিগত কাজে বিনা পয়সায় জোরপূর্বক গ্রামবাসীদের কাজ করতে বাধ্য করে।

তারা আরও জানান, বিভিন্ন সামাজিক অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে, কোনোরূপ উপায় না থাকার কারণে নিরাপদ আশ্রয় নিতে রাজীব গান্ধী দুয়েক বছর আগে ইউপিডিএফ সশস্ত্র দলে যোগদান করে।

More From Author

সাজেকে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিতে এক ছাত্র নিহত ও আরেকজন আহত: জেএসএস’র নিন্দা

হিল ভয়েস, ৩০ নভেম্বর ২০২২, রাঙ্গামাটি: আজ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মিডপয়েন্ট এলাকায় পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গুলি করে সুখেন চাকমা (২৬) নামে বিএ ৩য় বর্ষের নিরীহ একজন কলেজ ছাত্রকে হত্যা এবং সজীব চাকমা (২১) নামে ভাড়া চালিত একজন মোটর সাইকেল চালককে আহত করার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বাঘাইছড়ি থানা কমিটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির সদস্য সচিব নয়ন জ্যোতি চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং এ নৃশংস ঘটনায় জড়িত ইউপিডিএফ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল (২৯ নভেম্বর) আপন চাকমার নেতৃত্বে চুক্তিবিরোধী ইউপিডিএফের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ঘটনাস্থলের পার্শ্ববর্তী রিজার্ভ ফরেস্ট এলাকায় অবস্থান গ্রহণ করে এবং আজ সকাল ৮:০০ টায় মিডপয়েন্ট ও দাড়িপাড়া এলাকায় ইউপিডিএফের উক্ত সন্ত্রাসী গ্রুপ সুখেন চাকমা ও সজীব চাকমার দিকে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে।

More From Author