কাপ্তাইতে সেনাবাহিনী কর্তৃক এক জেএসএস কর্মী আটক

0
561
Photo: Symbolic

হিল ভয়েস, ১৭ নভেম্বর ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) এক কর্মী আটক হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আটকের শিকার ব্যক্তির নাম রনজিৎ কুমার তঞ্চঙ্গ্যা (৫০), পীং-মৃত চিত্ত কুমার তঞ্চঙ্গ্যা, গ্রাম-ছোট সাকুয়া পাড়া, ৭নং ওয়ার্ড, ২নং রাইখালী ইউনিয়ন পরিষদ। রনজিৎ কুমার তঞ্চঙ্গ্যা পেশায় একজন ব্যবসায়ী, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য এবং জনসংহতি সমিতির কাপ্তাই থানা শাখার ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ১৭ নভেম্বর ২০২২, ভোররাত আনুমানিক ১:৩০ টার দিকে কাপ্তাই সেনা জোনের অধীন রাইখালী ইউনিয়নের পানছড়ি সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ কুদ্দুসের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল লাম্বাছড়া গ্রামে এক বাড়িতে ঘুমানোর সময় রনজিৎ কুমার তঞ্চঙ্গ্যাকে আটক করে।

আটকের পর সারাদিন রনজিৎ কুমার তঞ্চঙ্গ্যাকে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি।

তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮:০০ টার দিকে চন্দ্রঘোনা থানায় আটক রাখা হয়েছে বলে একটি সূত্রে খবর পাওয়া গেছে।