রাঙ্গামাটিতে প্রশাসনের উপস্থিতিতে বিনা উস্কানিতে সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্মকে মারধর

হিল ভয়েস, ১২ মে ২০২৫; রাঙ্গামাটি: আজ সকাল আনুমানিক ১১ ঘটিকায় রাঙ্গামাটি সদরস্থ বনরূপা চৌমুহনীতে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে বিনা উস্কানিতে সেটেলার বাঙালি কর্তৃক প্রান্তর চাকমা নামে এক জুম্মকে বেধড়ক মারধরের খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে বসতিস্থাপনকারী সেটেলার বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করার লক্ষ্যে এক সমাবেশ আয়োজন করে। এই সময় সকলের ন্যায় প্রান্তর চাকমাও সমাবেশে ভিডিও করলে ভিডিও বন্ধ করার জন্য সেটেলার বাঙালিরা নির্দেশ দেয়। এতে প্রান্তর চাকমা ভিডিও বন্ধ করে সেখান থেকে স্বাভাবিকভাবে চলে আসতে থাকে। কিন্তু উগ্র সেটেলার বাঙালিরা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে হঠাৎ তার উপর উপর্যুপরি হামলা শুরু করে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে বনরূপায় চৌমুহনীতে প্রান্তর চাকমাকে তারা বেধড়ক মারধর করে। এই সময় পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করার খবর পাওয়া যায়।

ভুক্তভোগী এরিস্টোফার্মা লি. কোম্পানির রাঙ্গামাটির প্রতিনিধি হিসেবে কাজ করেন বলে জানা যায়। এসময় প্রান্তর চাকমার কাছ থেকে তার সাথে থাকা মোবাইল, কোম্পানির মালামাল ও নগদ ৪৩ হাজার টাকাও জোরপূর্বক ছিনতাই করে নেয় সেটেলার বাঙালিরা।

উল্লেখ্য, সত্তর-আশি দশকে তৎকালীন সরকার পার্বত্য চট্টগ্রামের জুম্মদের ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় অবৈধভাবে সমতল থেকে পাহাড়ে এই সেটেলারদের স্থানান্তরিত করে। যার কারণে এপর্যন্ত জুম্মদের উপর এক ডজনের উপর গণহত্যা সহ, সম্প্রদায়িক হামলা, জুম্মদের কাছ থেকে জোরপূর্বক ভূমি দখল, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার মতো ঘটনা চলমান রয়েছে। মূলত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না করা এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন কার্যকর না করার কারণে পাহাড়ে সেটেলারদের দিন দিন অনুপ্রবেশ এবং সন্ত্রাসী কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

More From Author

+ There are no comments

Add yours