পুলিশের নিকট সোপর্দকৃত অভিযুক্ত মো: হারুন।

মাটিরাঙ্গায় এক জুম্ম নারী শিশু ধর্ষণের চেষ্টার শিকার, অভিযুক্ত আটক

হিল ভয়েস, ৩ মে ২০২৫, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা এলাকার সুধীর কুমার পাড়ায় এক বাঙালি ফেরিওয়ালা কর্তৃক এক ত্রিপুরা নারী শিশু (৯) ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে বলে জানা গেছে।
ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ব্যক্তির নাম মো: হারুন মিয়া (৩৫), পীং-মো: জানু মিয়া, স্থায়ী ঠিকানা-চাপরতলা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে সে মাটিরাঙ্গা উপজেলা সদরে অবস্থান করছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (২ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে ফেরিওয়ালা মো: হারুন মিয়া বিক্রয়ের জন্য গৃহস্থালী সামগ্রীসহ বিভিন্ন মালামাল নিয়ে সুধীর কুমার পাড়ায় যায়। এক পর্যায়ে এলাকায় ঘুরতে ঘুরতে এক বাড়িতে নয় বছরের উক্ত ত্রিপুরা নারী শিশুকে মো: হারুন মিয়া ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি ভয়ে চিৎকার দিতে থাকলে প্রতিবেশিরা দৌঁড়ে ঘটনাস্থলে ছুটে আসে।
এলাকাবাসী তখন ধর্ষণের চেষ্টাকারী মো: হারুনকে হাতেনাতে ধরে ফেলে এবং সাথে সাথে মাটিরাঙ্গা থানা পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ ঘটনাস্থলে আসলে এলাকাবাসী ধৃত মো: হারুনকে পুলিশের নিকট সোপর্দ করে।

More From Author

+ There are no comments

Add yours