জুরাছড়িতে সেনাবাহিনী কর্তৃক বাড়ি তল্লাসি এবং এক গ্রামবাসীকে হয়রানি

হিল ভয়েস, ৭ মে ২০২৫, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি জেলাধীন জুরাছড়ি উপজেলার ঘিলাতুলিতে একটি বাড়ি তল্লাসি এবং এক গ্রামবাসীকে নগ্ন করে তল্লাসি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৬ মে ২০২৫ জুরাছড়ির বনযোগীছড়া সেনা জোনের অধীন শিলছড়ি সেনা ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার মুসলিম ও গোয়েন্দা শাখার সদস্য বায়োজিদ এর নেতৃত্বে ৫ জনের একটি সেনাদল সাদা পোশাকে সশস্ত্র অবস্থায় পাশ্ববর্তী জুরাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘিলাতুলি গ্রামে যায়।
এসময় দুপুর প্রায় ২টায় সেনা সদস্যরা ঘিলাতুলি গ্রামেরই বাসিন্দা চন্দ্র কুমার চাকমা (৫৫), পীং-চন্দ্রবীর চাকমা এর বাড়িতে ব্যাপক তল্লাসি চালায়। এছাড়া একই গ্রামের বাসিন্দা স্মৃতিরায় চাকমা (৩৫), পীং-কিনারাম চাকমা-কে উলঙ্গ করে তল্লাসি চালিয়ে হয়রানি ও অপমান করে সেনা সদস্যরা।
তবে, তল্লাসি করে সেনা সদস্যরা কোনো কিছুই খুঁজে পায়নি বলে জানা যায়।

More From Author

+ There are no comments

Add yours