হিল ভয়েস, ৭ মে ২০২৫, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি জেলাধীন জুরাছড়ি উপজেলার ঘিলাতুলিতে একটি বাড়ি তল্লাসি এবং এক গ্রামবাসীকে নগ্ন করে তল্লাসি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৬ মে ২০২৫ জুরাছড়ির বনযোগীছড়া সেনা জোনের অধীন শিলছড়ি সেনা ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার মুসলিম ও গোয়েন্দা শাখার সদস্য বায়োজিদ এর নেতৃত্বে ৫ জনের একটি সেনাদল সাদা পোশাকে সশস্ত্র অবস্থায় পাশ্ববর্তী জুরাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘিলাতুলি গ্রামে যায়।
এসময় দুপুর প্রায় ২টায় সেনা সদস্যরা ঘিলাতুলি গ্রামেরই বাসিন্দা চন্দ্র কুমার চাকমা (৫৫), পীং-চন্দ্রবীর চাকমা এর বাড়িতে ব্যাপক তল্লাসি চালায়। এছাড়া একই গ্রামের বাসিন্দা স্মৃতিরায় চাকমা (৩৫), পীং-কিনারাম চাকমা-কে উলঙ্গ করে তল্লাসি চালিয়ে হয়রানি ও অপমান করে সেনা সদস্যরা।
তবে, তল্লাসি করে সেনা সদস্যরা কোনো কিছুই খুঁজে পায়নি বলে জানা যায়।

জুরাছড়িতে সেনাবাহিনী কর্তৃক বাড়ি তল্লাসি এবং এক গ্রামবাসীকে হয়রানি
You must be logged in to post a comment.
+ There are no comments
Add yours