জুরাছড়িতে সেনাবাহিনী কর্তৃক এক জুম্ম কাঠ ব্যবসায়ী আটক

হিল ভয়েস, ১ মে ২০২৫, রাঙ্গামাটি: আজ (১ মে) রাঙ্গামাটি জেলাধীন জুরাছড়ি উপজেলার জুরাছড়ি ইউনিয়ন এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক স্থানীয় এক জুম্ম কাঠ ব্যবসায়ী আটকের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ভুক্তভোগী ওই কাঠ ব্যবসায়ীর নাম বাবুসোনা চাকমা (৪৫), পীং-দিকুবাপ চাকমা, গ্রাম-শিলছড়ি. ৩নং ওয়ার্ড, জুরাছড়ি ইউনিয়ন।
স্থানীয় সূত্র জানায়, আজ সকাল আনুমানিক ৯:৩০ টার দিকে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া সেনা জোনের অধীন শিলছড়ি সেনা ক্যাম্পের কমান্ডার সুবেদার মোহাম্মদ মুসলিম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শিলছড়ি বাজার হতে কাঠ ব্যবসায়ী বাবুসোনা চাকমাকে আটক করে শিলছড়ি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে প্রায় আড়াই ঘন্টা যাবৎ বাবুসোনা চাকমাকে আটকে রেখে নানাবিধ জিজ্ঞাসাবাদ করে হয়রানি করা হয়।
পরে দুপুর ১টার দিকে সেনা সদস্যরা আটককৃত বাবুসেনা চাকমাকে শিলছড়ি সেনা ক্যাম্প থেকে জুরাছড়ি সদরস্থ যক্কাবাজার সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
কী কারণে সেনাবাহিনী বাবুসোনা চাকমাকে আটক করেছে তা জানা যায়নি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত বাবুসোনা চাকমাকে ছেড়ে দেওয়ার খবর পাওয়া যায়নি।

More From Author

+ There are no comments

Add yours