খেয়াং আদিবাসী নারীকে গণধর্ষণের পর হত্যার প্রতিবাদে লামাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হিল ভয়েস, ৭ মে ২০২৫; বান্দরবান: গত ৫ মে ২০২৫ বান্দরবানের থানচি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মংখয় পাড়ায় তিন সন্তানের জননী এক খেয়াং আদিবাসী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা ঘটনার প্রতিবাদে লামায় আজ বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন লাকি মার্মা সচেতন আদিবাসী ছাত্র সমাজ, শ্রীমঞ্জলাম ত্রিপুরা, সহ-সভাপতি, লামা উপজেলা শাখা ত্রিপুরা কল্যাণ সংসদ, সান মার্মা সচেতন আদিবাসী ছাত্র সমাজ, অংসানু মার্মা আদিবাসী ছাত্র সমাজ এবং মংকোইসিং মার্মা আদিবাসী ছাত্র সমাজ সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে নারীরা নিরাপত্তা হীনতায় ভুগছেন। সারা দেশে ধর্ষনের ঘটনা ঘটছে বিচার হচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতি আর কত চলবে বলে তারা প্রশ্ন রাখেন।

বক্তারা আরো বলেন, জুমিয়া নারীকে ধর্ষণ ও হত্যার পেছনে সেখানে ঘুরতে যাওয়া কতিপয় পর্যটকদের জড়িত থাকা প্রমাণ পাওয়া যায় কিন্তু প্রশাসন ধর্ষকদের তদন্তের মাধ্যমে আটক করার কোনো ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না।

মংএনু মারমা সঞ্চালনায় উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহেন্দ্র ত্রিপুরা সভাপতি বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ লামা উপজেলা শাখা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে শেষে এই বর্বরোচিত ঘটনার বিচারসহ বেশ কিছু দাবি সম্বলিত প্রশানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

More From Author

+ There are no comments

Add yours