হিল ভয়েস, ২২ এপ্রিল ২০২৫, বিশেষ প্রতিবেদক: রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের রেইংক্ষ্যং ভ্যালীতে এবং বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অব্যাহত হয়েছে।
তবে থানচিতে সেনাবাহিনী রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশোথুই মারমাসহ তিনজনকে ছেড়ে দিয়েছে। জানা গেছে যে, সেনাবাহিনী মুইশোথুই মারমাসহ তিনজনকে গ্রেফতার করেনি। কথা বলার জন্য তাদেরকে ক্যাম্পে ডাকা হয়েছিল।
গত শনিবার (১৯ এপ্রিল) বান্দরবানের রুমা গ্যারিসন থেকে ৩৪ বীর জোন কমান্ডার লে: কর্ণেল মো: আলমের নেতৃত্বে সেনাবাহিনী বড়থলি ইউনিয়নের টাইগার পাড়াসহ বিভিন্ন গ্রামে পেট্রোলিং অভিযান চালাচ্ছে।
অন্যদিকে গত শনিবার (১৯ এপ্রিল) থেকে বান্দরবান জেলার আলিকদম সেনানিবাসের একদল সেনা কর্তৃক থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নে অপারেশন চালাচ্ছে।