হিল ভয়েস, ১৯ এপ্রিল ২০২৫, রাঙ্গামাটি: আজ ১৯ এপ্রিল ২০২৫ খ্রি: রাঙ্গামাটির কাউখালী উপজেলার বড়ডলু পাড়ায় মারমা তরুণীকে ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, রাঙ্গামাটি জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে প্রশাসন কর্তৃক বাঁধা প্রদান করা হয়। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথভাবে একটি বার্তা প্রদান করেছে।
বার্তায় বলা হয়, গত ১৭ এপ্রিল ২০২৫ খ্রি: রাঙ্গামাটি জেলাধীন কাউখালী উপজেলার বড়ডলু পাড়ায় আনুমানিক রাত ১:৩০ ঘটিকায় সেটেলার বাঙালি মো: ফাহিম কর্তৃক দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এক আদিবাসী মারমা তরুণীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ ও নিপীড়ন করা হয়। ঘটনার পরবর্তী দুই(২) দিন অতিবাহিত হলেও ধর্ষককে এখনো গ্রেফতার করা হয়নি। এ ঘটনার প্রতিবাদে ১৯ এপ্রিল ২০২৫ খ্রি: সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে কুমার সমিত রায় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি আরম্ভের প্রাক্কালে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁধা প্রদান করা হয়। একই দিন রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে আয়োজিত সাংগ্রাই জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্ঠা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন এবং তাদের সম্মূখে উক্ত কর্মসূচি দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে অজুহাতে প্রশাসন বিক্ষোভ সমাবেশে বাঁধা প্রদান করে।
পার্বত্য চট্টগ্রামে আদিবাসী নারীর উপর নিপীড়ন, লাঞ্চনা, ধর্ষণ ও হত্যা ক্রমবর্ধমানভাবে ঘটে চলেছে। প্রশাসনের নির্লিপ্ততা ও উদাসীনতা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে ব্যর্থতার কারণে এসব ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে। ধর্ষণের বিরুদ্ধে আয়োজিত গণতান্ত্রিক কর্মসূচিকে প্রশাসন কর্তৃক বানচাল করে দেয়া অপরাধীকে বিচারের আওতামুক্ত রাখার প্রচেষ্টা ছাড়া বৈ কিছুই হতে পারে না। প্রশাসনের এহেন কর্মকান্ডে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ) গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং অবিলম্বে ধর্ষক মো: ফাহিমকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানিয়েছেন তারা।